Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৪ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

রাজবাড়ীতে দুই স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ মে ২০২৫, ৮:২৮ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকা থেকে ফরিদুল ইসলাম (৪৫) নামের স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

ফরিদ গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ৪নম্বর ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের গিয়াস উদ্দিন শেখ এর ছেলে। গোয়ালন্দ ঘাট থানায় ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, উপজেলার অন্তারমোড় এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় বলা হয়, গত ৪ আগষ্ট গোয়ালন্দ বাসষ্ট্যান্ড থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে রেলগেট পৌছে। এসময় এজাহারভুক্ত আসামীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এতে কয়েকজন আহত হয়। মামলায় গোয়ালন্দ উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌরসভার সাবেক মেয়র ও পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল সহ আ.লীগের ৫৯ জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়।

এদিকে রাজবাড়ী সদর থানা পুলিশ শুক্রবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় উপজেলার পাচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহব্বত মল্লিককে (৪৯) গ্রেপ্তার করেছ। সে পাচুরিয়ার ভান্ডারিয়া গ্রামের আবুল খায়ের মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, ৫ আগষ্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এালাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আন্দোলন করছিল। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী খানখানাপুরের জিসান খান বাদী হয়ে ১০০জনকে এজাহারভুক্ত এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে মহব্বত মল্লিককে পুলিশ শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ভাণ্ডারিয়া থেকে গ্রেপ্তার করে। রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম পেলেন আইজিপি ব‍্যাজ

রাজবাড়ীতে প্রতিষ্ঠা হতে যাচ্ছে কাঙালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গোয়ালন্দে হত্যা, ডাকাতি মামলার আসামি ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন হন জিহাদ- আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৪৮ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

পদ্মায় মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় মামলা, একজন গ্রেপ্তার, এখনো মাথা খুঁজে পায়নি পুলিশ

রাজবাড়ীতে লিগ্যাল এইড দিবসে র‍্যালি ও আলোচনা সভা, ১১মাসে ৩০৩টি মামলা পরিচালনা

রাজবাড়ীতে সাবেক মন্ত্রী কাজী কেরামত আলীর দুই দিনের রিমাণ্ড মঞ্জুর

ফরিদপুরের আলোচিত মাস্টার্স পাশ রিক্সা‌চালক জুলহাস যোগদান করলেন ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সিতে

গোয়ালন্দে প্রবাসী হত্যার ঘটনায় মামলা দায়ের, ফুপাতো বোন জামাই গ্রেপ্তার