নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বুধবার দিবাগত মধ্যরাত থেকে এবারও কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। ভারী কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি বন্ধ হয়ে ৭ ঘন্টা পর চালু হয়। এছাড়া প্রায় সোয়া ৫ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চালু হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ৩টার দিকে আরিচা ঘাট থেকে কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি ফেরি যমুনা নদীতে এবং ভোর পাঁচটার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া দুটি রো রো ফেরি মাঝ পদ্মা নদীতে আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হন দুই রুটে আটকা পড়া চারটি ফেরির যানবাহনের কয়েকশ যাত্রী ও চালক।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, কুয়াশায় ১ জানুয়ারী থেকে ৮ জানুয়ারী পর্যন্ত ৮ দিনে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে প্রায় সাড়ে ৪২ঘন্টা এবং আরিচা-কাজিরহাট নৌপথে প্রায় সাড়ে ৫৭ ঘন্টা ফেরি বন্ধ ছিল। কয়েক দফা পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার কবলে ফেরি আটকা থাকে। শীত আর কুয়াশায় দুর্ভোগের শিকার হন আটকে পড়া যানবাহনের যাত্রী, চালক ও সহকারী।
এদিকে ভোর সাড়ে পাঁচটার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ হয়ে যায়। পাটুরিয়া থেকে ছেড়ে আসা খানজাহান আলী ও শাহ মখদুম নামক দুটি বড় ফেরি মাঝ নদীতে কুয়াশার কবলে দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। এসময় পাটুরিয়ায় শাহ জালাল ও চন্দ্র মল্লিকা নামক দুটি এবং দৌলতদিয়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ পরান, ভাষা শহীদ বরকত, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামক ৪টি বড় ফেরি ও বনলতা, হাসনা হেনা, রজনী গন্ধ্যা নামক তিনটি ইউটিলিটি ফেরি নোঙরে থাকে। ফেরি বন্ধ থাকায় মাঝ নদীতে এবং উভয় ঘাটে আটকে থাকা যানবাহনের যাত্রী এবং চালকেরা দুর্ভোগের শিকার হচ্ছেন। সকাল পৌনে ১১টার দিকে কুয়াশা কম দেখে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, তিন দিন বিরতির পর বুধবার দিবাগত মধ্যরাত থেকে পুনরায় নদী অববাহিকায় কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হয়। সময় বাড়ার সঙ্গে অতিরিক্তি কুয়াশায় সাড়ে ৩টা থেকে বন্ধ হয়ে বেলা ১১টার পর আরিচা-কাজিরহাট ফেরি চালু হয়। একই কারনে ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ১০টার পর পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ ছিল।