Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৪ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

আ.লীগের কর্মীসভায় জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা
প্রতিনিধি, গোয়ালন্দ, রাজবাড়ী. রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সংসদ সদস্যদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে সরকার দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জেলা আ.লীগের সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা ও খোদেজা নাসরিন আক্তার হোসেন।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী পাংশা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হোসেন শান্তনু, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলসহ দলীয় নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। সভা শেষে বিকেলে সবার জন্য মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়।
আগামী ১৭ অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন। সরকারী দলের মনোনিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাংশা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ প্রতীক তালগাছ। তাঁর সাথে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বীতা করছেন পাংশা উপজেলা আ.লীগের সহসভাপতি দীপক কুন্ডু মোটরসাইকেল ও ইমামুজ্জামান চৌধুরী প্রতীক আনারস।
কর্মীসভা চলাকালীন স্বতন্ত্র প্রার্থী, পাংশা উপজেলা আ.লীগের সহসভাপতি দীপক কুন্ডু জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, গোয়ালন্দে আ.লীগের কর্মীসভার নামে দলীয় নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের ডেকে সংসদ সদস্যরা আচরণবিধি লঙ্ঘন করে তাদের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধির ২২ নম্বর ধারা অনুযায়ী সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেননা।
কর্মীসভায় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম বলেন, শফিকুল মোরশেদ আরুজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি দলীয় প্রার্থী বিজয়ী করব। আমার পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার সব ভোট পাবেন। এক-দুটি ভোট ভুলবশত এদিক-সেদিক হতে পারে। আশা করি গোয়ালন্দের সব ভোট তিনি পাবেন। জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আ.লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বারের সমালোচনা করে বলেন, তাঁর নির্বাচনে আমরা শতভাগ সহযোগিতা করে বিজয়ী করেছিলাম। তিনি জেলা পরিষদের উন্নয়নে তেমন কোন কাজ করেননি।
কর্মীসভায় উপস্থিত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষতি দুই নারী সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা ও খোদেজা নাসরিন আক্তার হোসেনও দলীয় মনোনিত প্রার্থীর জন্য উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম বলেন, দলীয় কর্মীসভায় আমরা চার এমপি উপস্থিত ছিলাম। জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হয়নি। জেলা প্রশাসকের কাছে স্বতন্ত্র প্রার্থী দীপক কুন্ডুর অভিযোগ প্রসঙ্গে বলেন, এটা আমাদের জানা নেই।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান বলেন, গোয়ালন্দে কর্মীসভায় এমপিরা উপস্থিত ছিলেন বলে শুনেছি। দীপক কুন্ডুর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিমকে চিঠি দিয়ে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করতে অনুরোধ জানিয়েছি।
রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে মোট ৫টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৪২টি ইউনিয়নের ৫৯৮জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ ওয়ার্ড সদস্য ১৮ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৭জন সহ ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন