গোয়ালন্দে সড়ক বাস চাপায় ষ্কুলভ্যান চালকের মৃত্যু, প্রতিবাদে সোয়া এক ঘন্টা মহাসড়ক অবরোধ
প্রতিনিধি, গোয়ালন্দ, রাজবাড়ী. স্কুলের শিশু শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান নামক স্থানে বাস চাপায় মো. মিজান প্রামানিক (২৫) নামে এক স্কুল ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ উপজেলার শিল্পকলা একাডেমী সংলগ্ন মুন ষ্টার কলেজিয়েট স্কুলের ভ্যানচালক। সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামের মো. নুরু প্রমানিকের ছেলে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে স্হানীয় বিক্ষুদ্ধ জনতা এক ঘন্টার অধিক সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন ও আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল।পরে তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করলে প্রায় সোয়া এক ঘন্টা পর বিকেল ৩ টা ২০মিনিটের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন মুঠোফোনে জানান, ভ্যানচালক মিজান প্রামানিক মকবুলের দোকান নামক স্হানে ভ্যান যোগে ষ্কুলের শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে পুনরায় স্কুলের দিকে ফিরছিলেন। মকবুলের দোকান থেকে গোয়ালন্দের দিকে সামান্য একটু দূরে যাওয়া মাত্র দ্রুত গতির হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৬০৯) পেছন থেকে স্কুল ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই স্কুল ভ্যান চালকের করুণ মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে ঘাতক হানিফ বাসটিকে আটক করে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। মরদেহটি পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে আইনি প্রক্রিয়া চলমান আছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।