Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

গোয়ালন্দে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি -সম্পাদককে সংবর্ধনা প্রদান

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি কাজী ইরাদত আলীকে সংবর্ধনা প্রদান করেছে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ।

শনিবার দুপুরে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত ১৬ অক্টোবর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।

সংবর্ধনা সভায় সংবর্ধিত দুই নেতাকে ফুল, ক্রেষ্ট ও অন্যান্য উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। তার আগে কলেজ মাঠে প্রবেশকালে কলেজ ছাত্রলীগের উদ্যোগে লাল গালিচায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, পৌর ও সকল ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন সমূহ, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ দুই নেতাকে এ সম্মাননা জানান।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ সভা সঞ্চালনা করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট গনেশ নারায়ন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, অ্যাডভোকেট উমা সেন, অ্যাডভোকেট সফিকুল ইসলাম সফিক, অ্যাডভোকেট উজির আলী শেখ, সফিকুল ইসলাম সফি, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার প্রমূখ।

সংবর্ধনার জবাবে দুই নেতা আয়োজকদের ধন্যবাদ জানান। তারা আসন্ন ১১ নভেম্বর তারিখে গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী গোলজার হোসেন মৃধা এবং আমজাদ হোসেনকে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি অনুরোধ জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন