স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে এ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ২৪ ঘন্টায় আরো ৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। জেলার পাঁচ উপজেলার মধ্যে শুধু সদর উপজেলাতে নতুন ৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়। বাকি পরিক্ষার নমুনা ঢাকায় পাঠানো হয়।
এর মধ্যে রোববার রাতে সিভিল সার্জন কার্যালয়ে নতুন ৫ জনের নমুনায় করোনা পজেটিভ রিপোর্ট আসে এ্যান্টিজেন টেস্টের ফলাফলে। আক্রান্ত ৫ জনের ৪ জন জেলা প্রশাসনের কার্যালয়ের এবং ১ জন সিভিল সার্জন কার্যালয়ের কর্মরত।
এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৫০৯ জনে। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে সদর উপজেলাতে ৫, বাকি ৪টি উপজেলার কোনটিতেই করোনা রোগী আক্রান্ত শনাক্ত নেই। এছাড়া হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন ৩৩ জন এবং সদর হাসপাতালের কোভিড ইউনিটে ২ জন করোনা রোগী ভর্তি রয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জন। করোনা থেকে সুস্থ্য হয়েছে ৩ হাজার ৪৪৪ জন।
সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন জানান, রাজবাড়ীতে ২৪ ঘন্টায় সদর হাসপাতালে এ্যান্টিজেন টেস্ট করে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩ হাজার ৫০৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছে ৩ হাজার ৪৪৪ জন। জেলায় আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ৩৩ জন। সদর হসপাতালের কোভিড ইউনিটে ২ জন রোগী ভর্তি রয়েছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।