ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ “করোনাকলে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব”-এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে রাজবাড়ী পৌরসভা। পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পৌরসভা নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে, ইউজিআই পি-৩ এলজিইডি সহযোগিতায় বুধবার সকালে পৌরসভার সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের পান্না চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু। এ সময় ৯টি ওয়ার্ডের নবনির্বাচিতকাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।