ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সনামধন্য শিল্প প্রতিষ্ঠান ভিক্টর ব্রীডার্স লিঃ ও ভিক্টর ফিডস লিমিটেড নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমীন এর প্রতিষ্ঠানের ভিতর অবস্থিত দ্বিতল ভবন বাসার তালা ভেঙ্গে দুর্বৃত্তরা মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটনা।
প্রতিষ্ঠানের কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি মো. রুহুল আমীন জানান, তিনি জরুরী কাজে গত মঙ্গলবার স্ব-পরিবার ঢাকার বাসায় যান। গোয়ালন্দের উজানচর জমিদারব্রীজ নামক এলাকায় স্থাপিত তার ভিক্টর ফিডস ও ভিক্টর ব্রীডার্স লিমিটের ফিড মিলের ভিতর তার দ্বিতল ভবন বাসা অবস্থিত। শনিবার সকালের মিলের এক কর্মচারী কাজের জন্য বাসার সামনে গিয়ে দেখতে পান তালা ভাঙ্গা। পরে ভিতরে প্রবেশ করে দেখতে পান ঘরে টেলিভিশন ও ল্যাপটপ নেই। এমনকি অনেক কিছু অগোছালো। বিষয়টি তাৎক্ষনিকভাবে তাকে অবগত করেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর দুটি শয়ন কক্ষে থাকা ৩২ ইঞ্চির দুটি প্রায় ৮০ হাজার টাকা মূল্যের টেলিভিশন এবং টেবিলে রাখা প্রায় ৭৫ হাজার মূল্যের ল্যাপটেপ খোয়া গেছে।
তিনি জানান, আরো কিছু খোয়া গেছে কি না দেখে বলতে পারবো। ধারণা গত শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোরের দিকে কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার দ্বিতল বাসার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। প্রবেশের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশের পর তার শয়ন কক্ষের তালা ভেঙ্গে প্রাথমিকভাবে দেড় লক্ষাধিক টাকা মূল্যের দুটি টেলিভিশন ও ল্যাপটপ নিয়ে গেছে। কয়েক বছর আগেও দুর্বৃত্তরা এভাবে তালা ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ বিষয়ে তিনি পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, বিষয়টি আমাকে মুঠোফোনে জানানো হয়েছে। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।