ইমরান মনিম, রাজবাড়ীঃ ট্রেনে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা, একটি পাসপোর্ট ও জামা কাপর সহ একটি ব্যাগ ৩ দিন পর মালিকের হাতে তুলে দিলেন রাজবাড়ী নিউ পলাশ জুয়েলার্সের ম্যানেজার নিমাই কুমার দাস। গত বুধবার হারানো পাওয়া ব্যাগটি শুক্রবার সন্ধ্যার দিকে ব্যাগের মালিক নুর আলমের হাতে পাসপোর্টের সাথে মিলিয়ে ৫০ হাজার টাকা সহ সব তুলে দেন।
এ সময় সে ব্যাগটি পেয়ে অনেক খুশি হন এবং ব্যাগটি পাওয়া নিমাই কুমারকে ধন্যবাদ জানান। গত বুধবার ব্যাগের মালিক নুর আলম গোয়ালন্দ থেকে বাড়ির উদ্দ্যেশে ট্রেনে উঠেন এবং তার গন্তব্য পরের ইষ্টেশন পাঁচুরিয়াতে নামেন। সাথে তার পরিবার ও অন্যান্য ব্যাগ থাকার কারনে ভুল করে মেইল ট্রেনের তাকের উপর পঞ্চাশ হাজার টাকা, পাসপোর্ট ও জামাকাপড় সহ শেওলা রংয়ের ব্যাগটি ফেলে রেখে ট্রেন থেকে নেমে যান। পরে বিভিন্ন মাধ্যমে অনেক খোজ করেও কোন লাভ হয়নি। একই দিনে পরের স্টেশন রাজবাড়ী থেকে নিউ পলাশ জুয়েলার্সের ম্যানেজার নিমাই কুমার দাস কুষ্টিয়ার উদ্দ্যেশে ট্রেনে ওঠেন।
সেসময় ট্রেনে তিনি মালিক বিহীন একটি ব্যাগ পান। ব্যাগটির কথা জিজ্ঞেস করলেও কেউ বলতে না পারায় এবং ট্রেনের যাত্রীরা ব্যাগটির মালিক আগের স্টেশনে ভুল করে ব্যাগ রেখে নেমে গেছেন বলে জানান। পরে নিমাই ব্যাগটির সাইড পকেট খুলে একটি ভিজিটিং কার্ড পান। সেখান থেকে মোবাইল নম্বর পেয়ে ব্যাগের মালিককে জানান যে ব্যাগটি তার কাছে হেফাজতে রয়েছে। এ সময় নিমাই পাঁচুরিয়ার ব্রাম্মনদিয়ার তার পরিচিত এক জনের কাছে নুর আলম নামে কোন ব্যাক্তি আছে কিনা নিশ্চিত হন। পরে নুর আলমকে ফোনে পরিচয় জেনে রাজবাড়ীতে এসে শনাক্ত করে তার ব্যাগটি নিয়ে যেতে বলেন।
শুক্রবার (১৯ মার্চ) বিকালে ডিলাক্স হোটেলের বিপরিত পাশে কৃষি ব্যাংকের নিচ ব্যাগের মালিককে ডেকে হাতে ব্যাগটি তুলে দেন। পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামের ব্রাম্মনদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে বাড়ি ব্যাগের মালিক নুর আলমের।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।