স্টাফ রিপোর্টার, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সরকারী খাদ্য গুদাম (এলএসডি) কার্যালয়ে বুধবার দুপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে, কেককাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম শাহনেওয়াজ, ওসি-এলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম, স্থানীয় আওয়ামী লীগ নেতা গোবিন্দ কুন্ডু, খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার, খাদ্য দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাছপাড়া-বাহাদুরপুর এতিমখানার মাওলানা মো. বেলাল হোসেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।