ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রাজবাড়ী সদরের চন্দনী ইউনিয়নের ঘোর পালান এফতেদায়ী মাদরাসার পুকুর পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসাবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী পুকুর পুনঃখননের উদ্বোধন করেন।
ঘোরপালান এবতেদায়ী মাদ্রাসার সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর, সাধারণ সম্পাদক আব্দুর রবসহ অন্যান্যরা।
জানা গেছে, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ওই মাদরাসার প্রায় দেড় একর জমিতে থাকা পুকুর ১০ লাখ টাকা ব্যয়ে পুনঃখনন করা হবে। যে খনন কাজ আগামী এক মাসের মধ্যে শেষ করা কথা রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।