১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম সহ কাউন্সিলরদের শপথ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ সহ দেশের বিভিন্ন স্থানে চতুর্থ দফায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদেরকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

বুধবার (১০ মার্চ) বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন গোয়ালন্দ পৌরসভার আওয়ামী লীগ মনোনিত নৌকার বিজীয় প্রার্থী, নবনির্বাচিত মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী পৌরসভার আ.লীগের বিদ্রোহী বিজয়ী মেয়র আলমগীর শেখ তিতু সহ অন্যান্য সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরসহ দেশের বিভিন্ন পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ। এসময় স্ব-স্ব পৌরসভার কর্মকর্তাসহ বিভাগী কমিশনারের কার্যালয়ের উর্দ্বোতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

২০০০ সালে গোয়ালন্দ পৌরসভা প্রতিষ্ঠার পর চতুর্থ দফায় গত ১৪ ফেব্রুয়ারী চতুর্থ পর্যায়ে গোয়ালন্দ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এই প্রথম কোন দলীয় মেয়র প্রার্থী বিজয়ী হলেন। তার আগ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হন। পৌরসভার ১৬ হাজার ৫৪৮জন ভোটারের মধ্যে ১৪ ফেব্রুয়ারী নির্বাচনে নৌকার প্রার্থী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল ৬ হাজার ৯০৪ ভোট পান। নিকটতম স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী, সাবেক মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই, শেখ মো. নজরুল ইসলাম (জগ) পান ৬ হাজার ২৮৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী, সাংবাদিক হেলাল মাহমুদ পেয়েছেন ১২৯ ভোট।
নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল ছাড়াও শপথ বাক্য পাঠ করেন ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নিজাম উদ্দিন শেখ, ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন কুটিন, ৩নম্বর ওয়ার্ডের শাহিন মোল্লা, ৪নম্বর ওয়ার্ডের মো. ফজলুল হক, ৫নম্বর ওয়ার্ডের মো. সুজন মোল্লা, ৬নম্বর ওয়ার্ডের কার্তিক চন্দ্র ঘোষ, ৭নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমান, ৮নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিন মৃধা এবং ৯নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিন রনি। এছাড়া সংরক্ষিত ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাফিয়া আক্তার টফি, ২নম্বর ওয়ার্ডের সাহিদা বেগম এবং ৩নম্বর ওয়ার্ডের শাহানাজ আক্তার শপথ নিয়েছেন।

এদিকে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ শেষে বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ এলাকায় ফেরার কথা রয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় দৌলতদিয়া ফেরি ঘাটে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার বিকেলে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা মুন্সীর সভাপতিত্বে সভায় সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, মামুন-অর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম সহ কাউন্সিলরদের শপথ

পোস্ট হয়েছেঃ ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ সহ দেশের বিভিন্ন স্থানে চতুর্থ দফায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদেরকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

বুধবার (১০ মার্চ) বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন গোয়ালন্দ পৌরসভার আওয়ামী লীগ মনোনিত নৌকার বিজীয় প্রার্থী, নবনির্বাচিত মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী পৌরসভার আ.লীগের বিদ্রোহী বিজয়ী মেয়র আলমগীর শেখ তিতু সহ অন্যান্য সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরসহ দেশের বিভিন্ন পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ। এসময় স্ব-স্ব পৌরসভার কর্মকর্তাসহ বিভাগী কমিশনারের কার্যালয়ের উর্দ্বোতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

২০০০ সালে গোয়ালন্দ পৌরসভা প্রতিষ্ঠার পর চতুর্থ দফায় গত ১৪ ফেব্রুয়ারী চতুর্থ পর্যায়ে গোয়ালন্দ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এই প্রথম কোন দলীয় মেয়র প্রার্থী বিজয়ী হলেন। তার আগ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হন। পৌরসভার ১৬ হাজার ৫৪৮জন ভোটারের মধ্যে ১৪ ফেব্রুয়ারী নির্বাচনে নৌকার প্রার্থী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল ৬ হাজার ৯০৪ ভোট পান। নিকটতম স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী, সাবেক মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই, শেখ মো. নজরুল ইসলাম (জগ) পান ৬ হাজার ২৮৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী, সাংবাদিক হেলাল মাহমুদ পেয়েছেন ১২৯ ভোট।
নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল ছাড়াও শপথ বাক্য পাঠ করেন ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নিজাম উদ্দিন শেখ, ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন কুটিন, ৩নম্বর ওয়ার্ডের শাহিন মোল্লা, ৪নম্বর ওয়ার্ডের মো. ফজলুল হক, ৫নম্বর ওয়ার্ডের মো. সুজন মোল্লা, ৬নম্বর ওয়ার্ডের কার্তিক চন্দ্র ঘোষ, ৭নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমান, ৮নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিন মৃধা এবং ৯নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিন রনি। এছাড়া সংরক্ষিত ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাফিয়া আক্তার টফি, ২নম্বর ওয়ার্ডের সাহিদা বেগম এবং ৩নম্বর ওয়ার্ডের শাহানাজ আক্তার শপথ নিয়েছেন।

এদিকে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ শেষে বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ এলাকায় ফেরার কথা রয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় দৌলতদিয়া ফেরি ঘাটে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার বিকেলে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা মুন্সীর সভাপতিত্বে সভায় সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, মামুন-অর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।