০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া বাইপাস সড়কে ডাকাতির প্রস্ততিকালে বুধবার দিবাগত রাত ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মহাসড়কে যানবাহনের গতিরোধ করতে রাখা গাছের গুড়ি এবং চটের বস্তা জব্দ করেছে পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর কোতয়ালী থানার গুচ্ছ গ্রামের মুনজু বেপারী (২১) বর্তমানে উত্তর দৌলতদিয়া গ্রামের জনৈক হুমায়ুনের বাড়ির ভাড়াটিয়া, রাজবাড়ী সদর উপজেলার বিলচাত্রা গ্রামের মো. রাজু মিয়া (২২), রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গ্রামের মো. সাগর (২২), গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া ১নং বেপারী পাড়ার মো. কাদের সরদার (৪৫) ও দৌলতদিয়া কিয়ামদ্দিন মন্ডল পাড়ার সুজ্জল মোল্লা (২০)।

গোয়ালন্দ ঘাট থানার এস.আই রিফাদ হোসেন জানান, বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাটের বাইপাস (বিকল্প) সড়কের স্থানীয় দুলু ফকিরের বাড়ির সামনে ফাঁকা জায়গায় একদল দুর্বৃত্ত ঢাকাগামী যানবাহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়া মাত্র বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অবগত করে পুলিশ কর্মকর্তা ও অন্যান্য সদস্যদের নিয়ে অভিযান টালায়। পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থলের আশপাশ এলাকা থেকে উল্লেখিত ৫জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি রাম দা, তিনটি ধারালো চাকু, একটি চটের বস্তা ও একটি গাছের গুঁড়ি জব্দ করে। তাদের সাথে থাকা আরো অন্তত ৬-৭জন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সুযোগ পেলেই দুর্বৃত্তরা অপরাধ ঘটানোর চেষ্টা করে। এরকম একদল দুবর্ৃৃত্ত বুধবার দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কে যানবাহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতিকালে ৫জনকে গ্রেপ্তার করা হয়। এদের নিজস্ব কোন পেশা না থাকায় ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধের সাথে জড়িত। প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী এরা প্রত্যেকে আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের শেষে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

পোস্ট হয়েছেঃ ১০:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া বাইপাস সড়কে ডাকাতির প্রস্ততিকালে বুধবার দিবাগত রাত ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মহাসড়কে যানবাহনের গতিরোধ করতে রাখা গাছের গুড়ি এবং চটের বস্তা জব্দ করেছে পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর কোতয়ালী থানার গুচ্ছ গ্রামের মুনজু বেপারী (২১) বর্তমানে উত্তর দৌলতদিয়া গ্রামের জনৈক হুমায়ুনের বাড়ির ভাড়াটিয়া, রাজবাড়ী সদর উপজেলার বিলচাত্রা গ্রামের মো. রাজু মিয়া (২২), রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গ্রামের মো. সাগর (২২), গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া ১নং বেপারী পাড়ার মো. কাদের সরদার (৪৫) ও দৌলতদিয়া কিয়ামদ্দিন মন্ডল পাড়ার সুজ্জল মোল্লা (২০)।

গোয়ালন্দ ঘাট থানার এস.আই রিফাদ হোসেন জানান, বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাটের বাইপাস (বিকল্প) সড়কের স্থানীয় দুলু ফকিরের বাড়ির সামনে ফাঁকা জায়গায় একদল দুর্বৃত্ত ঢাকাগামী যানবাহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়া মাত্র বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অবগত করে পুলিশ কর্মকর্তা ও অন্যান্য সদস্যদের নিয়ে অভিযান টালায়। পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থলের আশপাশ এলাকা থেকে উল্লেখিত ৫জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি রাম দা, তিনটি ধারালো চাকু, একটি চটের বস্তা ও একটি গাছের গুঁড়ি জব্দ করে। তাদের সাথে থাকা আরো অন্তত ৬-৭জন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সুযোগ পেলেই দুর্বৃত্তরা অপরাধ ঘটানোর চেষ্টা করে। এরকম একদল দুবর্ৃৃত্ত বুধবার দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কে যানবাহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতিকালে ৫জনকে গ্রেপ্তার করা হয়। এদের নিজস্ব কোন পেশা না থাকায় ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধের সাথে জড়িত। প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী এরা প্রত্যেকে আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের শেষে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।