০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যুবলীগ নেতার বিরুদ্ধে আ.লীগ নেতার স্ত্রীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জেলা পরিষদের নবনির্বাচিত ১নম্বর ওয়ার্ড সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর আলম সংবাদ সম্মেলন করে তাঁর স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করে ইউনুস মোল্লা রাজনৈতিকভাবে পাল্টা হেয় করার অভিযোগ করেছেন।

মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আ.লীগ নেতা নুর আলম অভিযোগ করেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কুমড়াকান্দি রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তার বাড়ি। বিদ্যালয়ের ভবন নির্মাণের কারণে বাড়ির যাতায়াতের পথ বন্ধ হলে কর্তৃপক্ষের কাছে ৬ফুট জায়গা খালি রেখে কাজ করার অনুরোধ করেন। সোমবার (১ মার্চ) বিকেলে সমস্যা নিয়ে কাজে উপস্থিত ঠিকাদার আজাদ আবুল কালাম ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউনুস মোল্লার কাছে জানতে চান। এ নিয়ে উভয়ের বাকবিতন্ডাকালে তার স্ত্রী রেহেনা আক্তার রানী (৩৫) এগিয়ে আসলে ইউনুস মোল্লা উত্তেজিত হয়ে বাম পায়ে ইট দিয়ে থেতলে দেন। তার পিঠের বাম দিকেও ইট দিয়ে আঘাত করেন। চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমার স্ত্রীর ওপর এমন জঘন্য নির্যাতনের কঠোর শাস্তি দাবী করছি।

নুর আলম বলেন, আমি ছাত্রলীগের রাজনীতি থেকে বর্তমানে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আ.লীগ নেতা হয়ে যুবলীগ নেতার হাতে নির্যাতনের শিকার হলাম। ২৮ ফেব্রুয়ারী জেলা পরিষদের ১নম্বর ওয়ার্ডের নির্বাচনে ইউনুস মোল্লার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচনে সক্রিয় থাকায় সে আমার ওপর ক্ষুদ্ধ হন। ইউনুস মোল্লার মতো ব্যক্তিদের কারনে দলে এত বিরোধ। আমি বিচারের দাবীতে দলের সভাপতি-সাধারণ সম্পাদককেও জানিয়েছি। সোমবার রাতে থানায় ইউনুস মোল্লা ও ঠিকাদার আজাদ আবুল কালামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। সংবাদ সম্মেলনে বাবা মোকছেদ শেখ, দুই শিশু সন্তান ও পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইউনুস মোল্লা বলেন, স্কুলের ভবন নির্মাণ কাজের শুরু থেকেই নূর আলম আ.লীগ নেতার প্রভাব খাটিয়ে ঠিকাদারের কাছে চাঁদা দাবী করে আসছিল। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সে কাজ বন্ধ করে দেয়। সোমবার বিকেলে নুর আলম বিদ্যালয়ের ভবনের কাজ বন্ধ করে দিলে ঠিকাদারের কাছ থেকে সংবাদ পেয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে স্কুলে ছুটে যাই। কাজ বন্ধ করার কারণ জানতে চাইলে নুর আলম ও তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হলে তার স্ত্রী হুচোট খেয়ে পায়ে আঘাতপ্রাপ্ত হন। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে তার স্ত্রীকে নির্যাতনের মতো জঘন্য মিথা অভিযোগ করছেন। প্রয়োজনে এলাকার লোকজনও ঘটনার সত্যতা বলতে পারবেন। এছাড়া তার সাথে আমার কোন বিরোধ নেই। কিছু রাজনৈতিক নেতার মদদে এ ধরনের অভিযোগের বিচার দাবী করছি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সোমবার রাতে আ.লীগ নেতা নুর আলম বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। যেহেতু উভয় ব্যক্তি ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা। তাই বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

যুবলীগ নেতার বিরুদ্ধে আ.লীগ নেতার স্ত্রীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

পোস্ট হয়েছেঃ ১০:৫৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জেলা পরিষদের নবনির্বাচিত ১নম্বর ওয়ার্ড সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর আলম সংবাদ সম্মেলন করে তাঁর স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করে ইউনুস মোল্লা রাজনৈতিকভাবে পাল্টা হেয় করার অভিযোগ করেছেন।

মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আ.লীগ নেতা নুর আলম অভিযোগ করেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কুমড়াকান্দি রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তার বাড়ি। বিদ্যালয়ের ভবন নির্মাণের কারণে বাড়ির যাতায়াতের পথ বন্ধ হলে কর্তৃপক্ষের কাছে ৬ফুট জায়গা খালি রেখে কাজ করার অনুরোধ করেন। সোমবার (১ মার্চ) বিকেলে সমস্যা নিয়ে কাজে উপস্থিত ঠিকাদার আজাদ আবুল কালাম ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউনুস মোল্লার কাছে জানতে চান। এ নিয়ে উভয়ের বাকবিতন্ডাকালে তার স্ত্রী রেহেনা আক্তার রানী (৩৫) এগিয়ে আসলে ইউনুস মোল্লা উত্তেজিত হয়ে বাম পায়ে ইট দিয়ে থেতলে দেন। তার পিঠের বাম দিকেও ইট দিয়ে আঘাত করেন। চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমার স্ত্রীর ওপর এমন জঘন্য নির্যাতনের কঠোর শাস্তি দাবী করছি।

নুর আলম বলেন, আমি ছাত্রলীগের রাজনীতি থেকে বর্তমানে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আ.লীগ নেতা হয়ে যুবলীগ নেতার হাতে নির্যাতনের শিকার হলাম। ২৮ ফেব্রুয়ারী জেলা পরিষদের ১নম্বর ওয়ার্ডের নির্বাচনে ইউনুস মোল্লার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচনে সক্রিয় থাকায় সে আমার ওপর ক্ষুদ্ধ হন। ইউনুস মোল্লার মতো ব্যক্তিদের কারনে দলে এত বিরোধ। আমি বিচারের দাবীতে দলের সভাপতি-সাধারণ সম্পাদককেও জানিয়েছি। সোমবার রাতে থানায় ইউনুস মোল্লা ও ঠিকাদার আজাদ আবুল কালামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। সংবাদ সম্মেলনে বাবা মোকছেদ শেখ, দুই শিশু সন্তান ও পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইউনুস মোল্লা বলেন, স্কুলের ভবন নির্মাণ কাজের শুরু থেকেই নূর আলম আ.লীগ নেতার প্রভাব খাটিয়ে ঠিকাদারের কাছে চাঁদা দাবী করে আসছিল। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সে কাজ বন্ধ করে দেয়। সোমবার বিকেলে নুর আলম বিদ্যালয়ের ভবনের কাজ বন্ধ করে দিলে ঠিকাদারের কাছ থেকে সংবাদ পেয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে স্কুলে ছুটে যাই। কাজ বন্ধ করার কারণ জানতে চাইলে নুর আলম ও তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হলে তার স্ত্রী হুচোট খেয়ে পায়ে আঘাতপ্রাপ্ত হন। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে তার স্ত্রীকে নির্যাতনের মতো জঘন্য মিথা অভিযোগ করছেন। প্রয়োজনে এলাকার লোকজনও ঘটনার সত্যতা বলতে পারবেন। এছাড়া তার সাথে আমার কোন বিরোধ নেই। কিছু রাজনৈতিক নেতার মদদে এ ধরনের অভিযোগের বিচার দাবী করছি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সোমবার রাতে আ.লীগ নেতা নুর আলম বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। যেহেতু উভয় ব্যক্তি ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা। তাই বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।