১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় ঢাকামুখী গাড়ির চাপ অব্যাহত, মানুষের দুর্ভোগ

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় দুই দিন ধরে যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। যাত্রীবাহি পরিবহন নদী পাড়ি দিতে সহজে ফেরিতে ওঠতে পারছে না। মহাসড়কে শত শত গাড়ির যাত্রী সাধারণ নানা দুর্ভোগের সম্মুখিন হচ্ছেন। তিন দিনের লম্বা ছুটি পাওয়ায় এসব মানুষ রাজধানী ছেড়েছিল।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়ায় অবস্থান করে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ফেরিঘাট থেকে গোয়ালন্দ মুখী দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় চার কিলোমিটার লম্বা যানবাহনের লাইন। সড়ক বিভাজকের পশ্চিমপাশের দুই লাইনে যাত্রীবাহি বাস, পন্যবাহিসহ অন্যান্য গাড়ি রয়েছে। আটকে থাকা অধিকাংশ গাড়ি আগের দিন রোববার রাতে আসা। এরমধ্যে অনেক যাত্রীবাহি কোচ ১২ ঘন্টা পর ফেরিতে ওঠতে পারেনি।

যশোর থেকে আসা পন্যবাহি গাড়ি চালক মামুন মিয়া বলেন, রোববার দুপুরে দৌলতদিয়ার অদূরে মহাসড়কে লম্বা লাইনে আটকা পড়ি। ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত আমাদের ফেরিতে ওঠার সুযোগ হয়নি। যানজটের কারনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি পরিবহন আগে ফেরিতে ওঠার সুযোগ করে দেওয়ায় পন্যবাহি বা সাধারণ গাড়ি সুযোগ কম পাচ্ছে।

এদিকে দৌলতদিয়া ঘাটে গাড়ির চাপ কমাতে গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় থানা পুলিশ বাড়তি দায়িত্ব পালন করছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ছোট বা ব্যক্তিগত সব ধরনের গাড়িকে সরাসরি দৌলতদিয়ায় যেতে না দিয়ে পদ্মার মোড় দিয়ে ঘুরিয়ে গোয়ালন্দ বাজার হয়ে অতিরিক্ত আরো প্রায় ৮ কিলোমিটার পথ ঘুরে তবেই ফেরি ঘাটে যেতে পারছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ তায়াবীর বলেন, দৌলতদিয়ায় ওরশ শেষে অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। চাপ কমাতে রোববার বিকেল থেকে পদ্মার মোড় থেকে ছোট, ব্যক্তিগত গাড়ি ঘুরিয়ে গোয়ালন্দ বাজার দিয়ে চর দৌলতদিয়া হাট হয়ে ঘাটে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, ছুটির পাশাপাশি ওরশ ফেরত গাড়ির কারণে দুই দিন ধরে ঘাটে গাড়ির চাপ পড়ছে। মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি বাস এবং ব্যক্তিগত গাড়ি আগে ফেরিতে ওঠার সুযোগ করে দেওয়া হচ্ছে। যে কারনে সাধারণ বা পন্যবাহি গাড়ির চাপ অব্যাহত রয়েছে। এসব গাড়ি পারাপারে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চালু রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

দৌলতদিয়ায় ঢাকামুখী গাড়ির চাপ অব্যাহত, মানুষের দুর্ভোগ

পোস্ট হয়েছেঃ ০৭:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় দুই দিন ধরে যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। যাত্রীবাহি পরিবহন নদী পাড়ি দিতে সহজে ফেরিতে ওঠতে পারছে না। মহাসড়কে শত শত গাড়ির যাত্রী সাধারণ নানা দুর্ভোগের সম্মুখিন হচ্ছেন। তিন দিনের লম্বা ছুটি পাওয়ায় এসব মানুষ রাজধানী ছেড়েছিল।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়ায় অবস্থান করে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ফেরিঘাট থেকে গোয়ালন্দ মুখী দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় চার কিলোমিটার লম্বা যানবাহনের লাইন। সড়ক বিভাজকের পশ্চিমপাশের দুই লাইনে যাত্রীবাহি বাস, পন্যবাহিসহ অন্যান্য গাড়ি রয়েছে। আটকে থাকা অধিকাংশ গাড়ি আগের দিন রোববার রাতে আসা। এরমধ্যে অনেক যাত্রীবাহি কোচ ১২ ঘন্টা পর ফেরিতে ওঠতে পারেনি।

যশোর থেকে আসা পন্যবাহি গাড়ি চালক মামুন মিয়া বলেন, রোববার দুপুরে দৌলতদিয়ার অদূরে মহাসড়কে লম্বা লাইনে আটকা পড়ি। ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত আমাদের ফেরিতে ওঠার সুযোগ হয়নি। যানজটের কারনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি পরিবহন আগে ফেরিতে ওঠার সুযোগ করে দেওয়ায় পন্যবাহি বা সাধারণ গাড়ি সুযোগ কম পাচ্ছে।

এদিকে দৌলতদিয়া ঘাটে গাড়ির চাপ কমাতে গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় থানা পুলিশ বাড়তি দায়িত্ব পালন করছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ছোট বা ব্যক্তিগত সব ধরনের গাড়িকে সরাসরি দৌলতদিয়ায় যেতে না দিয়ে পদ্মার মোড় দিয়ে ঘুরিয়ে গোয়ালন্দ বাজার হয়ে অতিরিক্ত আরো প্রায় ৮ কিলোমিটার পথ ঘুরে তবেই ফেরি ঘাটে যেতে পারছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ তায়াবীর বলেন, দৌলতদিয়ায় ওরশ শেষে অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। চাপ কমাতে রোববার বিকেল থেকে পদ্মার মোড় থেকে ছোট, ব্যক্তিগত গাড়ি ঘুরিয়ে গোয়ালন্দ বাজার দিয়ে চর দৌলতদিয়া হাট হয়ে ঘাটে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, ছুটির পাশাপাশি ওরশ ফেরত গাড়ির কারণে দুই দিন ধরে ঘাটে গাড়ির চাপ পড়ছে। মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি বাস এবং ব্যক্তিগত গাড়ি আগে ফেরিতে ওঠার সুযোগ করে দেওয়া হচ্ছে। যে কারনে সাধারণ বা পন্যবাহি গাড়ির চাপ অব্যাহত রয়েছে। এসব গাড়ি পারাপারে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চালু রয়েছে।