১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে প্রথম করোনা টিকা নিলেন ডা. শাফিন জব্বারসহ মুক্তিযোদ্ধারা

বিপ্লব বিশ্বাস, বালিয়াকান্দিঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রথম নিজের শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ শাফিন জব্বার।

রোববার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা টিকার উদ্বোধন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য, মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডা. শাফিন জব্বার বলেন, বালিয়াকান্দি উপজেলায় ৭ হাজার টিকা এসেছে। এর মধ্যে ২৮২ জন রেজিস্ট্রেশন করেছেন। প্রথম ধাপে মুক্তিযোদ্ধা, পুলিশ, ব্যবসায়ীসহ ৮২জনকে টিকা দেয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিদিন এই করোনা টিকা দেওয়া হবে।

তিনি আরো বলেন, টিকা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ভিতিকর অবস্থা বিরাজ করছে। আমি নিজেই টিকা নিয়েছি। ভয় পাওয়ার কিছু নেই। আপনারা রেজিস্ট্রেশন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে এসে নির্ভয়ে টিকা গ্রহন করুন এবং অন্যদেরকে টিকা দিতে উৎসাহিত করবেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

বালিয়াকান্দিতে প্রথম করোনা টিকা নিলেন ডা. শাফিন জব্বারসহ মুক্তিযোদ্ধারা

পোস্ট হয়েছেঃ ০৯:৫৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১

বিপ্লব বিশ্বাস, বালিয়াকান্দিঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রথম নিজের শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ শাফিন জব্বার।

রোববার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা টিকার উদ্বোধন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য, মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডা. শাফিন জব্বার বলেন, বালিয়াকান্দি উপজেলায় ৭ হাজার টিকা এসেছে। এর মধ্যে ২৮২ জন রেজিস্ট্রেশন করেছেন। প্রথম ধাপে মুক্তিযোদ্ধা, পুলিশ, ব্যবসায়ীসহ ৮২জনকে টিকা দেয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিদিন এই করোনা টিকা দেওয়া হবে।

তিনি আরো বলেন, টিকা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ভিতিকর অবস্থা বিরাজ করছে। আমি নিজেই টিকা নিয়েছি। ভয় পাওয়ার কিছু নেই। আপনারা রেজিস্ট্রেশন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে এসে নির্ভয়ে টিকা গ্রহন করুন এবং অন্যদেরকে টিকা দিতে উৎসাহিত করবেন।