০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ আসন্ন ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচন জমে উঠতে শুরু করেছে। দিন যতই ঘনিয়ে আসছে নিজ দলের প্রার্থীদের প্রচারণা ততই বাড়ছে। শুক্রবার বিকেলে গোয়ালন্দ শহরের জামতলা বাজারে জাতীয় পার্টির মনোনিত প্রার্থীর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির নেতা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু। সভায় জেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম মন্টু, গোয়ালন্দ উপজেলার জাতীয় পার্টির কর্মী রেজাউল হোসেন রাজা, জাতীয় পার্টির মেয়র প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক হেলাল মাহমুদ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথি রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে দেশে এক ধরনের আমুর পরিবর্তন ঘটে। তাঁর শাসনামলে উপজেলা পরিষদ গঠনের জন্য আজকে সৃষ্টি হয়েছে পৌরসভা। এছাড়া বেড়িবাঁধ নির্মাণ, আদর্শগ্রাম প্রতিষ্ঠা সহ ব্যাপক উন্নয়নের কথা মানুষ ভুলতে পারেনি। তাই জাতীয় পার্টির সরকার গঠন বা প্রতিনিধিত্ব ছাড়া এ দেশে উন্নয়ন সম্ভব নয়।

পৌরসভার উন্নয়নের জন্য জাতীয় পার্টির মনোনিত প্রার্থীকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচন করতে হবে। আসন্ন ১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী, সাংবাদিক হেলাল মাহমুদকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচনের আহ্বান জানান। পথসভা শেষে শুক্রবার সন্ধ্যায় জেলা নেতৃবৃন্দ দলীয় স্থানীয় নেতাকর্মী এবং মেয়র প্রার্থী হেলাল সাংবাদিক মাহমুদকে সাথে করে গণসংযোগ করেন।

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির হেলাল মাহমুদ ছাড়াও মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল ও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মেয়রের ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম (জগ) লড়ছেন।

গোয়ালন্দ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৮জন। এরমধ্যে পুরুষ ৮২৫৪ এবং মহিলা ভোটার সংখ্যা ৮২৯৪ জন। ৯টি ওয়ার্ডের মোট ৪৯টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান

পোস্ট হয়েছেঃ ১০:১৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ আসন্ন ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচন জমে উঠতে শুরু করেছে। দিন যতই ঘনিয়ে আসছে নিজ দলের প্রার্থীদের প্রচারণা ততই বাড়ছে। শুক্রবার বিকেলে গোয়ালন্দ শহরের জামতলা বাজারে জাতীয় পার্টির মনোনিত প্রার্থীর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির নেতা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু। সভায় জেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম মন্টু, গোয়ালন্দ উপজেলার জাতীয় পার্টির কর্মী রেজাউল হোসেন রাজা, জাতীয় পার্টির মেয়র প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক হেলাল মাহমুদ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথি রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে দেশে এক ধরনের আমুর পরিবর্তন ঘটে। তাঁর শাসনামলে উপজেলা পরিষদ গঠনের জন্য আজকে সৃষ্টি হয়েছে পৌরসভা। এছাড়া বেড়িবাঁধ নির্মাণ, আদর্শগ্রাম প্রতিষ্ঠা সহ ব্যাপক উন্নয়নের কথা মানুষ ভুলতে পারেনি। তাই জাতীয় পার্টির সরকার গঠন বা প্রতিনিধিত্ব ছাড়া এ দেশে উন্নয়ন সম্ভব নয়।

পৌরসভার উন্নয়নের জন্য জাতীয় পার্টির মনোনিত প্রার্থীকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচন করতে হবে। আসন্ন ১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী, সাংবাদিক হেলাল মাহমুদকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচনের আহ্বান জানান। পথসভা শেষে শুক্রবার সন্ধ্যায় জেলা নেতৃবৃন্দ দলীয় স্থানীয় নেতাকর্মী এবং মেয়র প্রার্থী হেলাল সাংবাদিক মাহমুদকে সাথে করে গণসংযোগ করেন।

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির হেলাল মাহমুদ ছাড়াও মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল ও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মেয়রের ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম (জগ) লড়ছেন।

গোয়ালন্দ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৮জন। এরমধ্যে পুরুষ ৮২৫৪ এবং মহিলা ভোটার সংখ্যা ৮২৯৪ জন। ৯টি ওয়ার্ডের মোট ৪৯টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।