০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারনায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ আসন্ন ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবলীগের কেন্দ্রীয় কমিটির ১১ সদস্যের একটি দল শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) সারাদিন এবং রাত ৮ টা পর্যন্ত গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেন।

নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় কমিটির ১১ সদস্যের দলে ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলি মিন্টু, রবিউল ইসলাম, এ্যাড. ইয়াছির আরাফাত রামিম, শেখ মো. গিয়াস উদ্দিন, উজ্জল খান, এস এম আশরাফুল ইসলাম রতন,  গৌতম গাঙ্গুলী, আসিফুর রহমান খান, রিপন শেখ। এসময় তাদের সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন রাজবাড়ী জেলা যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ন-আহবায়ক আবুল হোসেন শিকদার, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, পৌর যুবলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম সোহেল সহ আ.লীগ ও যুবলীগের সকল স্তরের যুবলীগের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর বিপক্ষে যদি কোনো নেতা কর্মীর সর্ম্পৃক্ততা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।এমনকি দল থেকে তাকে বহিষ্কারও করা হবে। বিভেদ ভুলে গিয়ে যুবলীগের সকল নেতাকর্মী দেরকে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ প্রদান করেন এই কেন্দ্রীয় নেতা। যুবলীগের কেন্দ্রীয় কমিটির ১১ সদস্যের দল শুক্রবার দুপুরে গোয়ালন্দে এসে পৌছে। বিকেলে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দকে সাথে করে নির্বাচনী আলোচনা শেষে নেতৃবৃন্দ শহরে নেমে পড়েন ভোট প্রার্থনা করতে। রাত সাড়ে ৮টা পর্যন্ত নেতৃবৃন্দ গোয়ালন্দ বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ঘুরে দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য গোয়ালন্দ পৌরসভা সাধারণ নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী লড়ছেন। সরকার দলীয় প্রার্থী হিসেবে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক হেলাল মাহমুদ এবং স্বতন্ত্র (বিদ্রোহী) হিসেবে পৌরসভার বর্তমান মেয়রের ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম (জগ)।

গোয়ালন্দ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৮ জন। এরমধ্যে পুরুষ ৮ হাজার ২৫৪ এবং মহিলা ভোটার সংখ্যা রয়েছে ৮ হাজার ২৯৪ জন। ৯টি ওয়ার্ডের মোট ৪৯টি কক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারনায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ

পোস্ট হয়েছেঃ ০৯:৩৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ আসন্ন ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবলীগের কেন্দ্রীয় কমিটির ১১ সদস্যের একটি দল শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) সারাদিন এবং রাত ৮ টা পর্যন্ত গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেন।

নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় কমিটির ১১ সদস্যের দলে ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলি মিন্টু, রবিউল ইসলাম, এ্যাড. ইয়াছির আরাফাত রামিম, শেখ মো. গিয়াস উদ্দিন, উজ্জল খান, এস এম আশরাফুল ইসলাম রতন,  গৌতম গাঙ্গুলী, আসিফুর রহমান খান, রিপন শেখ। এসময় তাদের সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন রাজবাড়ী জেলা যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ন-আহবায়ক আবুল হোসেন শিকদার, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, পৌর যুবলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম সোহেল সহ আ.লীগ ও যুবলীগের সকল স্তরের যুবলীগের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর বিপক্ষে যদি কোনো নেতা কর্মীর সর্ম্পৃক্ততা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।এমনকি দল থেকে তাকে বহিষ্কারও করা হবে। বিভেদ ভুলে গিয়ে যুবলীগের সকল নেতাকর্মী দেরকে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ প্রদান করেন এই কেন্দ্রীয় নেতা। যুবলীগের কেন্দ্রীয় কমিটির ১১ সদস্যের দল শুক্রবার দুপুরে গোয়ালন্দে এসে পৌছে। বিকেলে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দকে সাথে করে নির্বাচনী আলোচনা শেষে নেতৃবৃন্দ শহরে নেমে পড়েন ভোট প্রার্থনা করতে। রাত সাড়ে ৮টা পর্যন্ত নেতৃবৃন্দ গোয়ালন্দ বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ঘুরে দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য গোয়ালন্দ পৌরসভা সাধারণ নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী লড়ছেন। সরকার দলীয় প্রার্থী হিসেবে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক হেলাল মাহমুদ এবং স্বতন্ত্র (বিদ্রোহী) হিসেবে পৌরসভার বর্তমান মেয়রের ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম (জগ)।

গোয়ালন্দ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৮ জন। এরমধ্যে পুরুষ ৮ হাজার ২৫৪ এবং মহিলা ভোটার সংখ্যা রয়েছে ৮ হাজার ২৯৪ জন। ৯টি ওয়ার্ডের মোট ৪৯টি কক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।