০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত নারীর মৃত্যু

রাজবাড়ীমেইল ডেস্কঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট নামক এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের দ্রুতগামী বাসের ধাক্কায় আহত নারী জোহুরা বেগম (৪০) ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। সে উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার বাবু মন্ডল এর স্ত্রী। দুর্ঘটনাটি ঘটে রোববার বিকেলে।

নিহতের দেবর ছামাদ আলী মন্ডল জানান, রোববার (২৪ জানুুয়ারী) বিকেলে মহাসড়ক পার হয়ে স্থানীয় একটি মুদি দোকান থেকে কিছু জরুরী জিনিসপত্র কিনতে যায়। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের দ্রুতগামীর একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৯৮৩২) জোহুরা বেগমকে ধাক্কা মারলে মহাসড়কের এক পাশে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সন্ধ্যার দিকে ফরিদপুর নেওয়ার পথে তিনি মারা যান।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক বাস চালক পলাতক থাকলেও বাসটি আটক করে আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের সুরতহাল শেষে রাতেই দাফন সম্পন্ন করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত নারীর মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৬:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১

রাজবাড়ীমেইল ডেস্কঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট নামক এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের দ্রুতগামী বাসের ধাক্কায় আহত নারী জোহুরা বেগম (৪০) ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। সে উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার বাবু মন্ডল এর স্ত্রী। দুর্ঘটনাটি ঘটে রোববার বিকেলে।

নিহতের দেবর ছামাদ আলী মন্ডল জানান, রোববার (২৪ জানুুয়ারী) বিকেলে মহাসড়ক পার হয়ে স্থানীয় একটি মুদি দোকান থেকে কিছু জরুরী জিনিসপত্র কিনতে যায়। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের দ্রুতগামীর একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৯৮৩২) জোহুরা বেগমকে ধাক্কা মারলে মহাসড়কের এক পাশে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সন্ধ্যার দিকে ফরিদপুর নেওয়ার পথে তিনি মারা যান।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক বাস চালক পলাতক থাকলেও বাসটি আটক করে আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের সুরতহাল শেষে রাতেই দাফন সম্পন্ন করা হয়েছে।