০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনঃ দুই ভাইসহ চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রোববার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী রোববার (১৭ জানুয়ারী) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ এর কাছে ৪জন মেয়র প্রার্থী, ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও ৩২ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এতে সরকার দলীয় আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম। দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদ চৌধুরী, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল সহ দলীয় নেতৃবৃন্দকে সাথে করে নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।

এরপর বিকেল পৌনে চারটার দিকে পরিবারের আত্মীয়-স্বজনদের সাথে করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভার মেয়রের আপন ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। তার ১০ মিনিট পর তার বড় ভাই পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ নিজাম শেখ এর পক্ষে পরিবারের সদস্যরা মনোনয়নপত্র দাখিল করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক মুহাম্মদ হেলাল মাহমুদ তার কর্মী-সমর্থদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে পৌরসভার মেয়র মোহাম্মদ নিজাম শেখ ও তার আপন সহোদর শেখ মো. নজরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল নিয়ে বেশ আলোচনা চলছে।

এর আগে স্থানীয়ভাবে দলীয় প্রার্থী নির্বাচনকালে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের কাছে মনোনয়নের জন্য আবেদন করেন পৌরসভার মেয়রের ছোট শেখ মো. নজরুল ইসলাম। তিনি আওয়ামী লীগের তৃণ নেতাকর্মীদের ভোটে নির্বাচিত হতে পারেননি। পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের কাছে মনোনয়ন না চাইলেও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চাইতে আবেদন ফরম সংগ্রহ করে জমা দেন পৌরসভার মেয়র মুহাম্মদ নিজাম শেখ। দলীয়ভাবে তিনিও মনোনয়ন না পাওয়ায় দুই ভাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে রোববার মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৯ জানুয়ারী প্রার্থীতা যাছাই-বাছাই, ২৬ জানুয়ারী মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ২৫৪ এবং নারী ভোটার সংখ্যা ৮ হাজার ২৯৪ জন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

মহিলা নেত্রীর বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনঃ দুই ভাইসহ চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পোস্ট হয়েছেঃ ১২:৩৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রোববার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী রোববার (১৭ জানুয়ারী) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ এর কাছে ৪জন মেয়র প্রার্থী, ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও ৩২ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এতে সরকার দলীয় আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম। দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদ চৌধুরী, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল সহ দলীয় নেতৃবৃন্দকে সাথে করে নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।

এরপর বিকেল পৌনে চারটার দিকে পরিবারের আত্মীয়-স্বজনদের সাথে করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভার মেয়রের আপন ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। তার ১০ মিনিট পর তার বড় ভাই পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ নিজাম শেখ এর পক্ষে পরিবারের সদস্যরা মনোনয়নপত্র দাখিল করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক মুহাম্মদ হেলাল মাহমুদ তার কর্মী-সমর্থদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে পৌরসভার মেয়র মোহাম্মদ নিজাম শেখ ও তার আপন সহোদর শেখ মো. নজরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল নিয়ে বেশ আলোচনা চলছে।

এর আগে স্থানীয়ভাবে দলীয় প্রার্থী নির্বাচনকালে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের কাছে মনোনয়নের জন্য আবেদন করেন পৌরসভার মেয়রের ছোট শেখ মো. নজরুল ইসলাম। তিনি আওয়ামী লীগের তৃণ নেতাকর্মীদের ভোটে নির্বাচিত হতে পারেননি। পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের কাছে মনোনয়ন না চাইলেও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চাইতে আবেদন ফরম সংগ্রহ করে জমা দেন পৌরসভার মেয়র মুহাম্মদ নিজাম শেখ। দলীয়ভাবে তিনিও মনোনয়ন না পাওয়ায় দুই ভাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে রোববার মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৯ জানুয়ারী প্রার্থীতা যাছাই-বাছাই, ২৬ জানুয়ারী মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ২৫৪ এবং নারী ভোটার সংখ্যা ৮ হাজার ২৯৪ জন।