১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মিজানুর রহমান মজনুকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত বুধবার দুপুরে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে ।

প্রজ্ঞাপন সুত্রে জানাগেছে, রাজবাড়ী জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান মজনুর বিরুদ্ধে সিআর ৮৫৭/২০ ও ৮৬৭/২০ নং মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহিত হওয়ায় তার দ্বারা জেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থে পরিপন্থী বলে সরকার মনে করেন। ফলে জেলা পরিষদ আইন ২০০০ জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬ দ্বারা সংশোধিত এর ১০৩ ধারা অনুযায়ী রাজবাড়ী জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান মজনুকে জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এ প্রসঙ্গে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারমান ফকীর আব্দুল জব্বার সাংবাদিকদের জানান, মন্ত্রণালয় থেকে রাজবাড়ীর ১০ নম্বর জেলা পরিষদ সদস্য মিজানুর রহমানকে বরখাস্ত করেছেন এবং এ বিষয়ে একটি চিঠি পেয়েছেন তারা।

উল্লেখ্য, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাড়কের কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি ভাঙ্গার বিষয়ে থানায় মামলা করে জেলা পরিষদ। ওই মামলাটি পরবর্তীতে পিবিআই তদন্ত করে গত ১৭ ডিসেম্বর আদালতে চার্জ শীট (অভিযোগপত্র) জমা দেয়। ওই চার্জ শীটে মিজানুর রহমান মজনুসহ দুই জনের নাম উল্লেখ করা হয়। এর পর মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হলো।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত

পোস্ট হয়েছেঃ ০৯:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মিজানুর রহমান মজনুকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত বুধবার দুপুরে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে ।

প্রজ্ঞাপন সুত্রে জানাগেছে, রাজবাড়ী জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান মজনুর বিরুদ্ধে সিআর ৮৫৭/২০ ও ৮৬৭/২০ নং মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহিত হওয়ায় তার দ্বারা জেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থে পরিপন্থী বলে সরকার মনে করেন। ফলে জেলা পরিষদ আইন ২০০০ জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬ দ্বারা সংশোধিত এর ১০৩ ধারা অনুযায়ী রাজবাড়ী জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান মজনুকে জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এ প্রসঙ্গে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারমান ফকীর আব্দুল জব্বার সাংবাদিকদের জানান, মন্ত্রণালয় থেকে রাজবাড়ীর ১০ নম্বর জেলা পরিষদ সদস্য মিজানুর রহমানকে বরখাস্ত করেছেন এবং এ বিষয়ে একটি চিঠি পেয়েছেন তারা।

উল্লেখ্য, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাড়কের কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি ভাঙ্গার বিষয়ে থানায় মামলা করে জেলা পরিষদ। ওই মামলাটি পরবর্তীতে পিবিআই তদন্ত করে গত ১৭ ডিসেম্বর আদালতে চার্জ শীট (অভিযোগপত্র) জমা দেয়। ওই চার্জ শীটে মিজানুর রহমান মজনুসহ দুই জনের নাম উল্লেখ করা হয়। এর পর মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হলো।