১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে জব কেয়ার এর উদ্বোধন উপলক্ষে ফ্রি সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ জব কেয়ার ভিত্তিক চাকরীর সুযোগ সুবিধা প্রদানের প্রতিষ্ঠান রাজবাড়ীর গোয়ালন্দ শাখার উদ্বোধন উপলক্ষে ফ্রি সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সংলগ্ন প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুল্লাহ আল-মামুন বাবু।

জব কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানার সভাপতিত্বে শুক্রবার (৮ জানুয়ারী) সংগঠনের অন্যতম পরিচালক সেলিম খান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছালু, যুব উন্নয়ন প্রশিক্ষন সেন্টারের পরিচালক শামসুল হক প্রমূখ।

সভায় ফ্রি সেমিনার কালে উপস্থিত শিক্ষিত বেকার যুবক-যুবতীদের উদ্দেশ্যে জানানো হয়, এখন থেকে বেকার শিক্ষিত যুবক-যুবতীদের মাঝে অনেকটা নামমাত্র মূল্যে ফি নিয়ে চাকুরী ভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। দেশের বিভিন্ন জেলায় এ ধরনের ব্যবস্থা থাকলেও গোয়ালন্দে না থাকায় অনেক শিক্ষিক বেকার যুবকরা এ সুবিধা থেকে বঞ্চিত ছিল। এখন থেকে অন্যান্য এলাকার মতো নির্ধারিত ফি দিয়ে নয়, নামমাত্র ফি দিয়েই এখানে সে ধরনের সকল সুযোগ সুবিধা পাবে। প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল শিক্ষিত, দেশের বিভিন্ন অঞ্চলে পদস্থ কর্মকর্তা ছাড়াও গোয়ালন্দ ও রাজবাড়ী জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণও এতে প্রশিক্ষণ প্রদান করবেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুল্লাহ আল-মামুন বাবু অন্যান্য অতিথিবৃন্দদের সাথে করে জব কেয়ার গোয়ালন্দ শাখার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন। পরে অনুষ্ঠান মঞ্চে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লোক সঙ্গীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন তৌকির আহম্মেদ, কুষ্টিয়া থেকে আগত লালন শিল্পী সানু সহ স্থানীয় অন্যান্য শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে জব কেয়ার এর উদ্বোধন উপলক্ষে ফ্রি সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

পোস্ট হয়েছেঃ ০৪:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ জব কেয়ার ভিত্তিক চাকরীর সুযোগ সুবিধা প্রদানের প্রতিষ্ঠান রাজবাড়ীর গোয়ালন্দ শাখার উদ্বোধন উপলক্ষে ফ্রি সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সংলগ্ন প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুল্লাহ আল-মামুন বাবু।

জব কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানার সভাপতিত্বে শুক্রবার (৮ জানুয়ারী) সংগঠনের অন্যতম পরিচালক সেলিম খান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছালু, যুব উন্নয়ন প্রশিক্ষন সেন্টারের পরিচালক শামসুল হক প্রমূখ।

সভায় ফ্রি সেমিনার কালে উপস্থিত শিক্ষিত বেকার যুবক-যুবতীদের উদ্দেশ্যে জানানো হয়, এখন থেকে বেকার শিক্ষিত যুবক-যুবতীদের মাঝে অনেকটা নামমাত্র মূল্যে ফি নিয়ে চাকুরী ভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। দেশের বিভিন্ন জেলায় এ ধরনের ব্যবস্থা থাকলেও গোয়ালন্দে না থাকায় অনেক শিক্ষিক বেকার যুবকরা এ সুবিধা থেকে বঞ্চিত ছিল। এখন থেকে অন্যান্য এলাকার মতো নির্ধারিত ফি দিয়ে নয়, নামমাত্র ফি দিয়েই এখানে সে ধরনের সকল সুযোগ সুবিধা পাবে। প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল শিক্ষিত, দেশের বিভিন্ন অঞ্চলে পদস্থ কর্মকর্তা ছাড়াও গোয়ালন্দ ও রাজবাড়ী জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণও এতে প্রশিক্ষণ প্রদান করবেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুল্লাহ আল-মামুন বাবু অন্যান্য অতিথিবৃন্দদের সাথে করে জব কেয়ার গোয়ালন্দ শাখার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন। পরে অনুষ্ঠান মঞ্চে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লোক সঙ্গীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন তৌকির আহম্মেদ, কুষ্টিয়া থেকে আগত লালন শিল্পী সানু সহ স্থানীয় অন্যান্য শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।