June 5, 2023, 9:26 am
শিরোনামঃ
‘নেশা’র টাকা জোগাড় করতে না পারায় গোয়ালন্দে যুবকের আত্মহত্যা অর্থ সঙ্কটে রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত একমাত্র ছেলের লাশ আনা নিয়ে দুশ্চিন্তায় পরিবার অর্থ সঙ্কটে রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত একমাত্র ছেলের লাশ আনা নিয়ে দুশ্চিন্তায় পরিবার রক্ষা করা গেল না গোয়ালন্দ বাসষ্ট্যান্ডের সেই বড় দুটি কড়ই গাছ বান্দরবানে নিহত সেনা সদস্যদের মরাদেহ পাংশায় দাফন সম্পন্ন রাজবাড়ীতে নানা বাড়ি বেড়াতে এসে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু পুলিশের উঠান বৈঠকে মাদকের বিরুদ্ধে গোয়ালন্দ ওসির কঠোর হুশিয়ারি গোয়ালন্দে কৃষি উন্নয়ন মেলায় প্রর্শনীতে প্রথম হযেছেন বন্ধুসভার হুমায়ন আহম্মেদ গোয়ালন্দে “ফিটনেস জিম সেন্টার” এর শুভ উদ্বোধন গোয়ালন্দে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

ডিআইজি’র সাথে মোস্তফা গ্রুপের পক্ষে সেলিম মুন্সীর শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২৭, ২০২০
  • 155 Time View
শেয়ার করুনঃ

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার সুনামধন্য উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, মোস্তফা পিভিসি ডোর ও মোস্তফা গ্রুপের পক্ষ থেকে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান-বিপিএম (বার), পিপিএম (বার) কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী শুভেচ্ছা বিনিময় করেন।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত প্রায় ৪০ শতাংশ জায়গার ওপর নির্মিত প্রায় ২৫০ সুবিধা বঞ্চিত শিশু ও যৌনপল্লির বয়স্ক বৃদ্ধ নারীদের আবাসস্থল হিসেবে নির্মিনাধীন সেফ হোম এর জায়গা পরিদর্শনে আসেন উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ডিআইজি হাবিবুর রহমান-বিপিএম (বার), পিপিএম (বার)। বেলা ১১টায় সরেজমিন পৌছলে প্রথমে গোয়ালন্দ ঘাট থানার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর তাঁকে মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের পরিচালক ও নবনির্বাচিত গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীর ছেলে মো. সেলিম মুন্সী ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে ডিআইজির সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, উত্তরণ ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তরুণ সমাজ সেবক, প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার অন্যতম উপদেষ্টা মো. সেলিম মুন্সী শুভেচ্ছা বিনিময়কালে বলেন, মোস্তফা মেটাল সর্বদা ভালোর কাজের সাথে জড়িত ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। ডিআইডজি হাবিবুর রহমানের এমন মানবিক কাজ গোয়ালন্দ বাসীর জন্য নিশ্চয় গর্ভের বিষয়। এখানে সুবিধা বঞ্চিত শিশুদের পাশাপাশি অবহেলিত বয়স্ক নারী ও সমাজের অসহায় মানুষও আশ্রয়স্থল হিসেবে থাকতে পারবেন। এ ধরনের প্রতিষ্ঠান এলাকায় আরো বেশি করে গড়ে তোলা দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102