০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে ব্যবসায়ীকে হত্যাঃ মুরগির বস্তা ভেবে মাটি চাপা দিতে গিয়ে মিলল লাশ

নিজস্ব প্রতিবেদকঃ মরা মুরগির বস্তা ভেবে মাটি চাপা দিতে গিয়ে মিলল মানুষের লাশ। রোববার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সাহাজদ্দিন মাতুব্বর পাড়ার একটি মজা পুকুর থেকে আলমাছ খা (৪০) নামের ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর স্ত্রীর দাবী, পরিকল্পিতভাবে তার স্বামীকে খুন করা হয়েছে।

আলমাছ খাঁর স্ত্রী রাহেলা খাতুন অভিযোগে বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ির একটি টিনের ছাপড়া ঘরে তার স্বামীসহ স্থানীয় তোতা ও মুরাদ নামের তিনজনকে হেরোইন সেবন করতে দেখেন। ঘন্টা খানেক পর আবার গিয়ে দেখেন তারা কেউ নেই। রাতে মোবাইলে ফোন করলেও ধরেনি। রোববার সকালে প্রতিবেশী ভাস্তি জামাই রাহিদুলকে ডেকে খোঁজ করতে বললে তোতাকে জিজ্ঞাসা করলে জানায়, রাতে স্থানীয় সেলিম শেখ ফোনে আলমাছকে ডেকে নেয়। রাতেই তোতা, মুরাদ আর আলমাছ সেলিমদের স্থানীয় জিন্নাহর দোকানে গিয়ে বসলে সেলিম আমাদের রেখে আলমাছকে নিয়ে বাড়ির ভিতর যায়। প্রায় এক ঘন্টা পার হলেও আলমাছ ফিরে না আসায় তোতা আর মুরাদ আলমাছের বাড়ি খোঁজ নেয়। বাড়িতেও না থাকায় ফিরে যায়।

তিনি আরো বলেন, সকালে সেলিমের বাড়ি গিয়ে আলমাছ কোথায় জিজ্ঞাসা করলে জানায় তিন দিন দেখা হয়না। অথচ রাতে তোতা সব খুলে বলেছে। সেলিম তাকে ফোন করে ডেকে নিয়েছে। দুপুরে সেলিমের বাড়ির সামনে স্থানীয় ছাত্তার মোল্লার বাড়ি সংলগ্ন মোজা পুকুরে বস্তা ভর্তি লাশ উদ্ধার করে। তিনি অভিযোগ করেন, বেকারী মালিক আজিজুল বেপারীর কাছে প্রায় ৮০ হাজার টাকা পাই। টাকার জন্য বার বার তাগিদ দিলে আজিজুল ক্ষিপ্ত হয়। ধারণা আজিজুল, সেলিম সহ আমার স্বামীর সাথে যারা নেশা করে তারা হত্যার সাথে জড়িত।

ছাত্তার মোল্লা বলেন, সেলিমের বাড়িতে খামারের কিছু মুরগি আগের দিন বিক্রি করে। কিছু মুরগি মরে গেলে বস্তা ভর্তি করে ফেলে। মরা মুরগির বস্তা ভেবে সেলিমের সাথে পুকুরে বস্তা ফেলার কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নিজেই গর্ত করে মাটি চাপা দিতে মাটি খুড়ে বস্তা টান দিলেই দেখি মানুষের পা। ভয়ে স্থানীয় ইউপি সদস্য চুন্নুকে খবর দেই।

স্থানীয় ইউপি সদস্য চুন্নু শেখ বলেন, খবর পেয়ে দ্রুত ছাত্তার মোল্লার পুকুর থেকে বস্তাটি রাস্তার পাশে ইদ্রিস খার বাড়ির উঠানে নিয়ে খুলেই দেখি আলমাছের লাশ। দ্রুত তার বাড়িতে খবর দিলে পরিবারের সবাই আলমাছের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে দ্রুত থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, স্থানীয় তথ্যের ভিত্তিতে সেকেন শেখের ছেলে সেলিম শেখ (৩০), বেকারী ব্যবসায়ী আজিজুল বেপারী (৪৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে ব্যবসায়ীকে হত্যাঃ মুরগির বস্তা ভেবে মাটি চাপা দিতে গিয়ে মিলল লাশ

পোস্ট হয়েছেঃ ০৭:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ মরা মুরগির বস্তা ভেবে মাটি চাপা দিতে গিয়ে মিলল মানুষের লাশ। রোববার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সাহাজদ্দিন মাতুব্বর পাড়ার একটি মজা পুকুর থেকে আলমাছ খা (৪০) নামের ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর স্ত্রীর দাবী, পরিকল্পিতভাবে তার স্বামীকে খুন করা হয়েছে।

আলমাছ খাঁর স্ত্রী রাহেলা খাতুন অভিযোগে বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ির একটি টিনের ছাপড়া ঘরে তার স্বামীসহ স্থানীয় তোতা ও মুরাদ নামের তিনজনকে হেরোইন সেবন করতে দেখেন। ঘন্টা খানেক পর আবার গিয়ে দেখেন তারা কেউ নেই। রাতে মোবাইলে ফোন করলেও ধরেনি। রোববার সকালে প্রতিবেশী ভাস্তি জামাই রাহিদুলকে ডেকে খোঁজ করতে বললে তোতাকে জিজ্ঞাসা করলে জানায়, রাতে স্থানীয় সেলিম শেখ ফোনে আলমাছকে ডেকে নেয়। রাতেই তোতা, মুরাদ আর আলমাছ সেলিমদের স্থানীয় জিন্নাহর দোকানে গিয়ে বসলে সেলিম আমাদের রেখে আলমাছকে নিয়ে বাড়ির ভিতর যায়। প্রায় এক ঘন্টা পার হলেও আলমাছ ফিরে না আসায় তোতা আর মুরাদ আলমাছের বাড়ি খোঁজ নেয়। বাড়িতেও না থাকায় ফিরে যায়।

তিনি আরো বলেন, সকালে সেলিমের বাড়ি গিয়ে আলমাছ কোথায় জিজ্ঞাসা করলে জানায় তিন দিন দেখা হয়না। অথচ রাতে তোতা সব খুলে বলেছে। সেলিম তাকে ফোন করে ডেকে নিয়েছে। দুপুরে সেলিমের বাড়ির সামনে স্থানীয় ছাত্তার মোল্লার বাড়ি সংলগ্ন মোজা পুকুরে বস্তা ভর্তি লাশ উদ্ধার করে। তিনি অভিযোগ করেন, বেকারী মালিক আজিজুল বেপারীর কাছে প্রায় ৮০ হাজার টাকা পাই। টাকার জন্য বার বার তাগিদ দিলে আজিজুল ক্ষিপ্ত হয়। ধারণা আজিজুল, সেলিম সহ আমার স্বামীর সাথে যারা নেশা করে তারা হত্যার সাথে জড়িত।

ছাত্তার মোল্লা বলেন, সেলিমের বাড়িতে খামারের কিছু মুরগি আগের দিন বিক্রি করে। কিছু মুরগি মরে গেলে বস্তা ভর্তি করে ফেলে। মরা মুরগির বস্তা ভেবে সেলিমের সাথে পুকুরে বস্তা ফেলার কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নিজেই গর্ত করে মাটি চাপা দিতে মাটি খুড়ে বস্তা টান দিলেই দেখি মানুষের পা। ভয়ে স্থানীয় ইউপি সদস্য চুন্নুকে খবর দেই।

স্থানীয় ইউপি সদস্য চুন্নু শেখ বলেন, খবর পেয়ে দ্রুত ছাত্তার মোল্লার পুকুর থেকে বস্তাটি রাস্তার পাশে ইদ্রিস খার বাড়ির উঠানে নিয়ে খুলেই দেখি আলমাছের লাশ। দ্রুত তার বাড়িতে খবর দিলে পরিবারের সবাই আলমাছের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে দ্রুত থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, স্থানীয় তথ্যের ভিত্তিতে সেকেন শেখের ছেলে সেলিম শেখ (৩০), বেকারী ব্যবসায়ী আজিজুল বেপারী (৪৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।