০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুখে মাস্ক নেই, ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

রাজবাড়ীমেইল ডেস্কঃ মুখে মাস্ক নেই। কারো পকেটে আবার কারো ছিল ব্যগে। স্বাস্থ্যবিধি না মানায় শনিবার দুপুরে বিভিন্ন ধরনের যানবাহনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম।

ঢাকাগামী একটি পরিবহনের তত্বাবধায়ক (সুপার ভাইজার) মাস্ক নেই। তার কাছেই সিটে বসেছিলেন হাসান ও আলতাফ নামের দুই যাত্রী। তাদের কারো মুখে মাস্ক নেই। ভ্রাম্যমান আদালত বাসটি থামিয়ে এমন দৃশ্য দেখার পর কারণ জানতে চাইলে সন্তোষজনক জবাব দিতে পারেনি। এসময় আদালত তিনজনকে ৩০০ টাকা জরিমানা করেন। এভাবে গোল্ডেন লাইন পরিবহন, সোনার তরি, হানিফ পরিবহন সহ বিভিন্ন ধরনের যানবাহনে অভিযান চালায় আদালত।

শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদ কোর্ট মাঠ চত্বরের সামনে চলমান বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকাগামী কয়েকটি দূর পাল্লার যাত্রীবাহি বাস ও মাহেন্দ্র সহ বিভিন্ন ধরনে যানবাহনে অভিযান পরিচালনা করে দেখতে পান অধিকাংশ যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অভিযানে সহযোগিতা করেন গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, সরকার যেখানে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে, সেখানে আদেশ অমান্য করে চলাচল করছে। অনেকের মুখে মাস্ক পাওয়া না গেলেও কারো প্যান্টের পকেটে, ব্যাগে কারো বিভিন্ন স্থানে গুঁজে রাখতে দেখা গেছে। যা সত্যিকার অবাকের বিষয়। এ রকম ২৮ জনের কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

মুখে মাস্ক নেই, ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

পোস্ট হয়েছেঃ ০৪:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ মুখে মাস্ক নেই। কারো পকেটে আবার কারো ছিল ব্যগে। স্বাস্থ্যবিধি না মানায় শনিবার দুপুরে বিভিন্ন ধরনের যানবাহনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম।

ঢাকাগামী একটি পরিবহনের তত্বাবধায়ক (সুপার ভাইজার) মাস্ক নেই। তার কাছেই সিটে বসেছিলেন হাসান ও আলতাফ নামের দুই যাত্রী। তাদের কারো মুখে মাস্ক নেই। ভ্রাম্যমান আদালত বাসটি থামিয়ে এমন দৃশ্য দেখার পর কারণ জানতে চাইলে সন্তোষজনক জবাব দিতে পারেনি। এসময় আদালত তিনজনকে ৩০০ টাকা জরিমানা করেন। এভাবে গোল্ডেন লাইন পরিবহন, সোনার তরি, হানিফ পরিবহন সহ বিভিন্ন ধরনের যানবাহনে অভিযান চালায় আদালত।

শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদ কোর্ট মাঠ চত্বরের সামনে চলমান বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকাগামী কয়েকটি দূর পাল্লার যাত্রীবাহি বাস ও মাহেন্দ্র সহ বিভিন্ন ধরনে যানবাহনে অভিযান পরিচালনা করে দেখতে পান অধিকাংশ যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অভিযানে সহযোগিতা করেন গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, সরকার যেখানে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে, সেখানে আদেশ অমান্য করে চলাচল করছে। অনেকের মুখে মাস্ক পাওয়া না গেলেও কারো প্যান্টের পকেটে, ব্যাগে কারো বিভিন্ন স্থানে গুঁজে রাখতে দেখা গেছে। যা সত্যিকার অবাকের বিষয়। এ রকম ২৮ জনের কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।