০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

রাজবাড়ীমেইল ডেস্কঃ আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।

সোমবার (৭ ডিসেম্বর) গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী সহ সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

মতবিনিময় সভার প্রধান অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আমার সময়ে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুটিই স্বচ্ছতার সাথে এবং সফলতার সাথে সম্পন্ন হয়েছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনও স্বচ্ছ এবং আন্তরিকতার সাথে ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ ডিসেম্বর নির্বাচনও সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা যাকেই ভোট দিবেন ইনশাআল্লাহ তিনিই চেয়ারম্যান নির্বাচিত হবেন।

প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর চেয়ারম্যান পদে উপনির্বাচনে সরকার দলীয় মনোনিত প্রার্থী মো. মোস্তফা মুন্সী (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী মাহাবুব আলম শাহিন (ধানের শীষ), প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম এর ছেলে ডা. মো. আরিফুজ্জামান (ঘোড়া), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী (আনারস) ও সুলতান (মোটর সাইকেল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

পোস্ট হয়েছেঃ ১০:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।

সোমবার (৭ ডিসেম্বর) গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী সহ সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

মতবিনিময় সভার প্রধান অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আমার সময়ে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুটিই স্বচ্ছতার সাথে এবং সফলতার সাথে সম্পন্ন হয়েছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনও স্বচ্ছ এবং আন্তরিকতার সাথে ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ ডিসেম্বর নির্বাচনও সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা যাকেই ভোট দিবেন ইনশাআল্লাহ তিনিই চেয়ারম্যান নির্বাচিত হবেন।

প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর চেয়ারম্যান পদে উপনির্বাচনে সরকার দলীয় মনোনিত প্রার্থী মো. মোস্তফা মুন্সী (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী মাহাবুব আলম শাহিন (ধানের শীষ), প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম এর ছেলে ডা. মো. আরিফুজ্জামান (ঘোড়া), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী (আনারস) ও সুলতান (মোটর সাইকেল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।