০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে ছাত্রলীগের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রায় ত্রিশ মিনিট মহাসড়কে বিক্ষোভ মিছিল ও বসে অবরোধ করে রাখে। এসময় মহাসড়কে কয়েকশ যানবাহন আটকা পড়ে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য দুর্বৃত্তরা ভেঙে ফেলে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের মুঠোফোনে নির্দেশক্রমে আজ শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় অবরোধ করে। তাৎক্ষনিকভাবে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের পক্ষ থেকে জামাত-শিবির এবং মাওলানা মামুনুল হককে দায়ী করে বিক্ষোভ সহকারে মিছিল করা হয়। একই সাথে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভেঙে ফেলার জন্য প্রশাসনের কাছে জবাব দিহি চাওয়া হয়।

এ ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়ে মহাসড়ক অবরোধ করে রাখা। কখনো দাঁড়িয়ে আবার কখনো বসে অবরোধ করে রাখে। অবরোধের নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান এরশাদ, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু প্রমূখ নেতৃবৃন্দ। প্রায় ত্রিশ মিনিট শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন শেষে অবরোধ তুলে নেওয়া হয়।

এদিকে অবরোধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী অসংখ্য দূরপাল্লার যাত্রীবাহি বাস এবং পন্যবাহি গাড়ি আটকা পড়ে। একইভাবে রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী অসংখ্য গাড়ি মহাসড়কে আটকা পড়ে। খবর পেয়ে রাত নয়টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রলীগ নেতৃবৃন্দকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ তায়াবীর জানান, ছাত্রলীগ প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছিল। মহাসড়ক অবরোধ করলে তাৎক্ষনিকভাবে তাদেরকে বোঝালে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

দৌলতদিয়ায় গবেষনা প্রতিবেদন প্রকাশ, নারী-শিশুদের যৌনপেশায় আসার প্রধান কারন দারিদ্রতা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে ছাত্রলীগের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

পোস্ট হয়েছেঃ ১০:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রায় ত্রিশ মিনিট মহাসড়কে বিক্ষোভ মিছিল ও বসে অবরোধ করে রাখে। এসময় মহাসড়কে কয়েকশ যানবাহন আটকা পড়ে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য দুর্বৃত্তরা ভেঙে ফেলে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের মুঠোফোনে নির্দেশক্রমে আজ শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় অবরোধ করে। তাৎক্ষনিকভাবে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের পক্ষ থেকে জামাত-শিবির এবং মাওলানা মামুনুল হককে দায়ী করে বিক্ষোভ সহকারে মিছিল করা হয়। একই সাথে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভেঙে ফেলার জন্য প্রশাসনের কাছে জবাব দিহি চাওয়া হয়।

এ ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়ে মহাসড়ক অবরোধ করে রাখা। কখনো দাঁড়িয়ে আবার কখনো বসে অবরোধ করে রাখে। অবরোধের নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান এরশাদ, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু প্রমূখ নেতৃবৃন্দ। প্রায় ত্রিশ মিনিট শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন শেষে অবরোধ তুলে নেওয়া হয়।

এদিকে অবরোধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী অসংখ্য দূরপাল্লার যাত্রীবাহি বাস এবং পন্যবাহি গাড়ি আটকা পড়ে। একইভাবে রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী অসংখ্য গাড়ি মহাসড়কে আটকা পড়ে। খবর পেয়ে রাত নয়টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রলীগ নেতৃবৃন্দকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ তায়াবীর জানান, ছাত্রলীগ প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছিল। মহাসড়ক অবরোধ করলে তাৎক্ষনিকভাবে তাদেরকে বোঝালে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে।