০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পাংশায় বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া গ্রামে পারিবারিক আয়োজনে শনিবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

কাজী কেরামত আলী বলেন, রাজনৈতিক চক্রান্তে নাদের মুন্সী খুন হয়েছেন। দলের মধ্যে হাইব্রিড ঢুকিয়ে, সন্ত্রাসী ঢুকিয়ে তাদের দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নাদের মুন্সী ছিলেন জনবান্ধব নেতা। খুনের শিকার হতে হবে এমন কোনো কর্মকান্ডের সাথে জড়িত ছিলেননা। তিনি ছিলেন আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা। আওয়ামী লীগের দুঃসময়ে দলের জন্য অনেক কাজ করেছেন। তিনি নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি ছিলেন। সর্বপরি বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে, উপজেলা পরিষদের একজন নির্বাচিত ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় দিনদুপুরে গুলি করে হত্যা করার নেপথ্য নিয়ে প্রশ্ন তুলে তার খুনের সাথে জড়িতদের আইনী আওতায় এনে বিচার দাবী করেন তিনি।

অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া, সাবেক ডেপুর্টি এ্যাটর্নী জেনারেল ফরহাদ আহমেদ, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, রাজবাড়ী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম নওয়াব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি কাজী সাইফুল ইসলাম, কালুখালী উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, পাংশা উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান ও দিবালোক কুন্ডু জীবন, মৃগী শহীদ দিয়ানত কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুন্সী হাসানুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন নাদের মুন্সীর জ্যেষ্ঠপুত্র পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী)।

বিশেষ অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির ৮টি খুনের শোকাহত পরিবার এবং দলের নির্যাতীত-নিপীড়িতরা ঐক্যবদ্ধ হয়েছে। রাজনৈতিক দুর্বৃত্যায়নের বিরুদ্ধে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ নেতৃত্ব দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। কেউ নিপীড়িত হলে কাজী কেরামত আলী এমপির নেতৃত্বে নির্যাতিতদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছেন। যারা দুর্নীতি করছে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন করে দলের মধ্যে বিশৃঙ্খলা ও বিভাজন করছে আ.লীগে তাদের ঠাই হবেনা।

রাজবাড়ী পুলিশ সুপারের সন্ত্রাসবিরোধী অবস্থানের প্রশংসা করে বলেন, হত্যা-নির্যাতন-নিপীড়ন ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি জানানোর পাশাপাশি কোনো নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়ে থাকলে তা কমিশন গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাচারীপাড়া বাজার সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠানে আ.লীগ নেতা হেদায়েত হোসেন সোহরাব, মহসীন উদ্দিন বতু, কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন, রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আলাউদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, কলিমহর জহুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান, পাংশা উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, আহম্মদ আলী বাদশা, রজব আলী মোল্লা, মোস্তাফিজুর রহমান, হায়দার আলী ও ফরিদ উদ্দিন মাস্টার প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০নভেম্বর সকালে কাচারীপাড়া নিজ গ্রাম থেকে মোটরসাইকেল যোগে পাংশা শহরে যাওয়ার পথে কাচারীপাড়া বাজারের অদূরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা নাদের মুন্সী। ২১নভেম্বর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

পাংশায় বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

পোস্ট হয়েছেঃ ০৭:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া গ্রামে পারিবারিক আয়োজনে শনিবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

কাজী কেরামত আলী বলেন, রাজনৈতিক চক্রান্তে নাদের মুন্সী খুন হয়েছেন। দলের মধ্যে হাইব্রিড ঢুকিয়ে, সন্ত্রাসী ঢুকিয়ে তাদের দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নাদের মুন্সী ছিলেন জনবান্ধব নেতা। খুনের শিকার হতে হবে এমন কোনো কর্মকান্ডের সাথে জড়িত ছিলেননা। তিনি ছিলেন আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা। আওয়ামী লীগের দুঃসময়ে দলের জন্য অনেক কাজ করেছেন। তিনি নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি ছিলেন। সর্বপরি বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে, উপজেলা পরিষদের একজন নির্বাচিত ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় দিনদুপুরে গুলি করে হত্যা করার নেপথ্য নিয়ে প্রশ্ন তুলে তার খুনের সাথে জড়িতদের আইনী আওতায় এনে বিচার দাবী করেন তিনি।

অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া, সাবেক ডেপুর্টি এ্যাটর্নী জেনারেল ফরহাদ আহমেদ, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, রাজবাড়ী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম নওয়াব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি কাজী সাইফুল ইসলাম, কালুখালী উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, পাংশা উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান ও দিবালোক কুন্ডু জীবন, মৃগী শহীদ দিয়ানত কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুন্সী হাসানুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন নাদের মুন্সীর জ্যেষ্ঠপুত্র পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী)।

বিশেষ অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির ৮টি খুনের শোকাহত পরিবার এবং দলের নির্যাতীত-নিপীড়িতরা ঐক্যবদ্ধ হয়েছে। রাজনৈতিক দুর্বৃত্যায়নের বিরুদ্ধে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ নেতৃত্ব দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। কেউ নিপীড়িত হলে কাজী কেরামত আলী এমপির নেতৃত্বে নির্যাতিতদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছেন। যারা দুর্নীতি করছে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন করে দলের মধ্যে বিশৃঙ্খলা ও বিভাজন করছে আ.লীগে তাদের ঠাই হবেনা।

রাজবাড়ী পুলিশ সুপারের সন্ত্রাসবিরোধী অবস্থানের প্রশংসা করে বলেন, হত্যা-নির্যাতন-নিপীড়ন ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি জানানোর পাশাপাশি কোনো নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়ে থাকলে তা কমিশন গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাচারীপাড়া বাজার সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠানে আ.লীগ নেতা হেদায়েত হোসেন সোহরাব, মহসীন উদ্দিন বতু, কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন, রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আলাউদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, কলিমহর জহুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান, পাংশা উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, আহম্মদ আলী বাদশা, রজব আলী মোল্লা, মোস্তাফিজুর রহমান, হায়দার আলী ও ফরিদ উদ্দিন মাস্টার প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০নভেম্বর সকালে কাচারীপাড়া নিজ গ্রাম থেকে মোটরসাইকেল যোগে পাংশা শহরে যাওয়ার পথে কাচারীপাড়া বাজারের অদূরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা নাদের মুন্সী। ২১নভেম্বর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।