০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

২২ দিন বন্ধের পর নদীতে মাছ ধরতে জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা

ইমরান হোসেনঃ ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হয় ১৪ অক্টোবর থেকে। ২২ দিন শেষ হয়েছে নদীতে জাল ফেলে মাছ শিকারের। বুধবার বিকাল ৪টা থেকে পদ্মায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় আর কোন বাঁধা নেই। সরকারীভাবে নিষেধাজ্ঞা না থাকায় নদীতে আজ রাত থেকে সব ধরনের মাছ ধরতে পারবে জেলেরা।

২২ দিন পর মাছ ধরতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে জেলেদের। তারা নদীর পারে তাদের জালগুলো শেলাই ও মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করছেন নদীতে মাছ শিকার করতে। বেশির ভাগ জেলেরা তাদের শেষ প্রস্তুতি হিসেবে মাছ ধরতে জাল গুলো নদীতে ফেলার কাজে ব্যাস্ত রয়েছেন। তবে অনেক জেলে দীর্ঘ ২২ দিন মাছ শিকার করতে না পেরে অলস সময় পার করেছেন। কেউ কেউ আবার তাদের একমাত্র আয়ের উৎস ছেড়া জাল গুলো সাড়াইয়ের কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।

দৌলতদিয়া ও জৌকুড়া ঘাটের জেলে পল্লীতে দেখা গেছে, তারা অলস সময়ে জালগুলো মেরামত করে প্রস্তুতি নিচ্ছেন মাছ শিকারের জন্যে। তবে অনেক দিন মাছ ধরতে না পেরে তারা নানা সমস্যার মধ্যে ছিলেন। বশির ভাগ জেলেরা নদীতে সরকারী আদেশ মেনে নদীতে মাছ শিকার করতে নামেনি। অনেকে ২২ দিনের এ সময়ে কোন ধরনের সহযোগীতা না পাওয়ার কথাও বলেন।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ২২ দিন সরকারী নিষেধাজ্ঞা থাকায় বেশির ভাগ জেলেরা নদীতে নামেনি। আজ সন্ধ্যার পর থেকে নদীতে জেলেরা মাছ ধরতে নামতে পারবে। আর কোন সরকারী বিধি নিষেধ নেই নদীতে মাছ ধরার। তবে এবছরের ২২ দিনের কর্মসূচি ছিল অনেক পরিশ্রমের। তারপরও সফলতার সাথে সার্বক্ষনিক নদীতে ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করেছেন। এই ২২দিন সফলভাবে অভিযানে পাশে থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা সার্বক্ষনিক সহযোগীতা করেছেন তাদের ধন্যবাদ জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

২২ দিন বন্ধের পর নদীতে মাছ ধরতে জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা

পোস্ট হয়েছেঃ ০৯:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০

ইমরান হোসেনঃ ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হয় ১৪ অক্টোবর থেকে। ২২ দিন শেষ হয়েছে নদীতে জাল ফেলে মাছ শিকারের। বুধবার বিকাল ৪টা থেকে পদ্মায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় আর কোন বাঁধা নেই। সরকারীভাবে নিষেধাজ্ঞা না থাকায় নদীতে আজ রাত থেকে সব ধরনের মাছ ধরতে পারবে জেলেরা।

২২ দিন পর মাছ ধরতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে জেলেদের। তারা নদীর পারে তাদের জালগুলো শেলাই ও মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করছেন নদীতে মাছ শিকার করতে। বেশির ভাগ জেলেরা তাদের শেষ প্রস্তুতি হিসেবে মাছ ধরতে জাল গুলো নদীতে ফেলার কাজে ব্যাস্ত রয়েছেন। তবে অনেক জেলে দীর্ঘ ২২ দিন মাছ শিকার করতে না পেরে অলস সময় পার করেছেন। কেউ কেউ আবার তাদের একমাত্র আয়ের উৎস ছেড়া জাল গুলো সাড়াইয়ের কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।

দৌলতদিয়া ও জৌকুড়া ঘাটের জেলে পল্লীতে দেখা গেছে, তারা অলস সময়ে জালগুলো মেরামত করে প্রস্তুতি নিচ্ছেন মাছ শিকারের জন্যে। তবে অনেক দিন মাছ ধরতে না পেরে তারা নানা সমস্যার মধ্যে ছিলেন। বশির ভাগ জেলেরা নদীতে সরকারী আদেশ মেনে নদীতে মাছ শিকার করতে নামেনি। অনেকে ২২ দিনের এ সময়ে কোন ধরনের সহযোগীতা না পাওয়ার কথাও বলেন।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ২২ দিন সরকারী নিষেধাজ্ঞা থাকায় বেশির ভাগ জেলেরা নদীতে নামেনি। আজ সন্ধ্যার পর থেকে নদীতে জেলেরা মাছ ধরতে নামতে পারবে। আর কোন সরকারী বিধি নিষেধ নেই নদীতে মাছ ধরার। তবে এবছরের ২২ দিনের কর্মসূচি ছিল অনেক পরিশ্রমের। তারপরও সফলতার সাথে সার্বক্ষনিক নদীতে ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করেছেন। এই ২২দিন সফলভাবে অভিযানে পাশে থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা সার্বক্ষনিক সহযোগীতা করেছেন তাদের ধন্যবাদ জানান।