০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দ থেকে হঠাৎ মধুমতি এক্সপ্রেস প্রত্যাহার, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ রেলওয়ের রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট একটি ঐতিহ্যবাহী ষ্টেশন। প্রতিদিন গোয়ালন্দ ঘাট-রাজশাহী-খুলনা-পার্বতীপুর রুটে ট্রেনে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে থাকে। লোকাল, মেইল ট্রেনের পাশাপাশি আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনগুলো চালু থাকায় জেলা শহরে গিয়ে কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ীরা এর সুফল ভোগ করে থাকে।

কিন্তু এর মধ্যে ‘মধুমতি এক্সপ্রেস’ নামক আন্তঃনগর ট্রেনটি কোন পূর্ব ঘোষণা ছাড়া গত শুক্রবার বিকেল থেকে আকষ্মিকভাবে প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। হঠাৎ করে গুরুত্বপূর্ণ এই ট্রেনটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন রুটের যাত্রী সাধারণ ও ব্যবসায়ীরা। এর প্রতিবাদে শনিবার বিকেলে দৌলতদিয়া ঘাট ষ্টেশন এলাকার ব্যবসায়ীরা মানববন্ধন করে। এর আগে রেলমন্ত্রী ফরিদপুর যাবার পথে গোয়ালন্দ উপজেলা আ.লীগ নেতৃবৃবন্দ দৌলতদিয়া ফেরিঘাটে মন্ত্রীকে বিষয়টি অবগত করলে তিনি চালুর আশ্বাস দেন।

রেলওয়ে গোয়ালন্দ ঘাট ষ্টেশন সূত্র জানায়, ১৯৯৬ সাল থেকে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাট রুটে চলাচল করে। রুট পরিবর্তন করে শুক্রবার থেকে রাজশাহী-ফরিদপুরের ভাঙ্গা রেলপথে চলাচল করছে। রাজশাহী থেকে ছেড়ে আসা একমাত্র আন্তঃনগর ট্রেনটি গোয়ালন্দ ঘাট ষ্টেশনে আসা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে সড়ক পথে অতিরিক্ত ভাড়ায় যাত্রীবাহি বাসে রাজশাহীসহ বিভিন্ন স্থানে সাধারণ যাত্রীরা যাতায়াত করছে।

রেলওয়ের গোয়ালন্দ ঘাট ষ্টেশন মাষ্টার মো. আব্দুল জলিল জানান, আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস গোয়ালন্দ ঘাট ষ্টেশন থেকে প্রত্যাহারের বিষয়ে লিখিত কোন চিঠি পাইনি। বন্ধের আগের দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় রেলওয়ে পাকশী কন্ট্রোল থেকে আমাকে ফোনে জানানো হয়, ৩০ অক্টোবর শুক্রবার থেকে আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস আর গোয়ালন্দ ঘাট ষ্টেশনে যাবে না। রুট পরিবর্তন করে এখন থেকে ট্রেনটি রাজশাহী থেকে ফরিদপুরের ভাঙ্গা রেলপথে চলাচল করবে। এমন নির্দেশনা পাওয়ার পর শুক্রবার সকালে আন্তঃনগর ট্রেন বন্ধের বিষয়ে গোয়ালন্দ ঘাট ষ্টেশনে হাতে লেখা একটি নোটিশ যাত্রীদের উদ্দেশ্যে টানিয়ে দিয়েছি।
এদিকে শনিবার বিকেলে দৌলতদিয়া ঘাট ষ্টেশনে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস গোয়ালন্দ ঘাট ষ্টেশন থেকে প্রত্যাহারের প্রতিবাদে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা ট্রেনটি দ্রুত এই রুটে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন করে। প্রায় এক ঘন্টা ব্যাপী মানববনন্ধনে স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম, সোহানুর রহমান, রহিচ ফকির, মোজাম্মেল হক প্রমূখ বক্তব্য রাখেন।

স্থানীয় ব্যবসায়ী রহিচ ফকির বলেন, মধুমতি এক্সপ্রেস নামক ট্রেন দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ও ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াত করতো। হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় সবাইকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আমরা অবিলম্বে ট্রেনটি চালুর দাবী জানাচ্ছি।
এর আগে শনিবার বেলা ১১টার দিকে রেল মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন সড়ক পথে ফরিদপুর ও মাগুরায় নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার পথে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় শুভেচ্ছা জানান।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুজ্জামান মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ এর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ আকষ্মিকভাবে গোয়ালন্দ ঘাট থেকে রাজশাহী রুটের চলাচলরত আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর জোর দাবী জানান। এসময় মন্ত্রী নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন, যেহেতু দীর্ঘদিন ধরে এই রুটে এই ট্রেনটি যাতায়াত করতো। তাহলে এটিকে এখান থেকে সরানো ঠিক হবে, পুনরায় ফিরিয়ে আনা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দ থেকে হঠাৎ মধুমতি এক্সপ্রেস প্রত্যাহার, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৯:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ রেলওয়ের রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট একটি ঐতিহ্যবাহী ষ্টেশন। প্রতিদিন গোয়ালন্দ ঘাট-রাজশাহী-খুলনা-পার্বতীপুর রুটে ট্রেনে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে থাকে। লোকাল, মেইল ট্রেনের পাশাপাশি আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনগুলো চালু থাকায় জেলা শহরে গিয়ে কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ীরা এর সুফল ভোগ করে থাকে।

কিন্তু এর মধ্যে ‘মধুমতি এক্সপ্রেস’ নামক আন্তঃনগর ট্রেনটি কোন পূর্ব ঘোষণা ছাড়া গত শুক্রবার বিকেল থেকে আকষ্মিকভাবে প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। হঠাৎ করে গুরুত্বপূর্ণ এই ট্রেনটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন রুটের যাত্রী সাধারণ ও ব্যবসায়ীরা। এর প্রতিবাদে শনিবার বিকেলে দৌলতদিয়া ঘাট ষ্টেশন এলাকার ব্যবসায়ীরা মানববন্ধন করে। এর আগে রেলমন্ত্রী ফরিদপুর যাবার পথে গোয়ালন্দ উপজেলা আ.লীগ নেতৃবৃবন্দ দৌলতদিয়া ফেরিঘাটে মন্ত্রীকে বিষয়টি অবগত করলে তিনি চালুর আশ্বাস দেন।

রেলওয়ে গোয়ালন্দ ঘাট ষ্টেশন সূত্র জানায়, ১৯৯৬ সাল থেকে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাট রুটে চলাচল করে। রুট পরিবর্তন করে শুক্রবার থেকে রাজশাহী-ফরিদপুরের ভাঙ্গা রেলপথে চলাচল করছে। রাজশাহী থেকে ছেড়ে আসা একমাত্র আন্তঃনগর ট্রেনটি গোয়ালন্দ ঘাট ষ্টেশনে আসা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে সড়ক পথে অতিরিক্ত ভাড়ায় যাত্রীবাহি বাসে রাজশাহীসহ বিভিন্ন স্থানে সাধারণ যাত্রীরা যাতায়াত করছে।

রেলওয়ের গোয়ালন্দ ঘাট ষ্টেশন মাষ্টার মো. আব্দুল জলিল জানান, আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস গোয়ালন্দ ঘাট ষ্টেশন থেকে প্রত্যাহারের বিষয়ে লিখিত কোন চিঠি পাইনি। বন্ধের আগের দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় রেলওয়ে পাকশী কন্ট্রোল থেকে আমাকে ফোনে জানানো হয়, ৩০ অক্টোবর শুক্রবার থেকে আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস আর গোয়ালন্দ ঘাট ষ্টেশনে যাবে না। রুট পরিবর্তন করে এখন থেকে ট্রেনটি রাজশাহী থেকে ফরিদপুরের ভাঙ্গা রেলপথে চলাচল করবে। এমন নির্দেশনা পাওয়ার পর শুক্রবার সকালে আন্তঃনগর ট্রেন বন্ধের বিষয়ে গোয়ালন্দ ঘাট ষ্টেশনে হাতে লেখা একটি নোটিশ যাত্রীদের উদ্দেশ্যে টানিয়ে দিয়েছি।
এদিকে শনিবার বিকেলে দৌলতদিয়া ঘাট ষ্টেশনে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস গোয়ালন্দ ঘাট ষ্টেশন থেকে প্রত্যাহারের প্রতিবাদে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা ট্রেনটি দ্রুত এই রুটে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন করে। প্রায় এক ঘন্টা ব্যাপী মানববনন্ধনে স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম, সোহানুর রহমান, রহিচ ফকির, মোজাম্মেল হক প্রমূখ বক্তব্য রাখেন।

স্থানীয় ব্যবসায়ী রহিচ ফকির বলেন, মধুমতি এক্সপ্রেস নামক ট্রেন দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ও ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াত করতো। হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় সবাইকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আমরা অবিলম্বে ট্রেনটি চালুর দাবী জানাচ্ছি।
এর আগে শনিবার বেলা ১১টার দিকে রেল মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন সড়ক পথে ফরিদপুর ও মাগুরায় নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার পথে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় শুভেচ্ছা জানান।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুজ্জামান মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ এর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ আকষ্মিকভাবে গোয়ালন্দ ঘাট থেকে রাজশাহী রুটের চলাচলরত আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর জোর দাবী জানান। এসময় মন্ত্রী নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন, যেহেতু দীর্ঘদিন ধরে এই রুটে এই ট্রেনটি যাতায়াত করতো। তাহলে এটিকে এখান থেকে সরানো ঠিক হবে, পুনরায় ফিরিয়ে আনা হবে।