১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ীর পদ্মার চরে গড়ে ওঠা আস্তানা গুঁড়িয়ে দিয়েছে, ৩০ জেলের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে অসাধু চক্রের সদস্যরা ইলিশ শিকার করেই চলেছে। জেলার পদ্মা নদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে গড়ে তুলেছে অস্থায়ী মাছ বেচাকেনার বাজার। সোমবার সকালে জেলা সদরের দুর্গম চর শ্রীপুর পদ্মার পাড়ে গড়ে তোলা আস্তানা গুঁড়িয়ে দিয়েছে টাস্কফোর্স কমিটি। স্থানীয়দের পাশাপাশি জেলার বাইরে মানিকগঞ্জ ও পাবনা অঞ্চলের জেলেরাও মাছ শিকার করছে।

রোববার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও কালুখালী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়ে ৩০ জেলেকে আটক করেছে। একই সাথে তাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এছাড়া ইলিশ মাছও জব্দ করেছে প্রায় ৪২ কেজি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সীমান্তবর্তী শ্রীপুর দুর্গম পদ্মার চর এলাকায় নদীর পাড়ে গড়ে উঠা অস্থায়ী ইলিশ বেচাকেনার বাজার। সেখানে ১৬টির মতো গড়ে তোলা হয়েছে অস্থায়ীভাবে পাটকাঠির তৈরী ঘর। রাতে থাকা খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। সেখানে জেলেরা মাছ শিকারের পর একত্রিত করলে বিভিন্ন এলাকার মানুষ কিনে নিয়ে যায়। এমন খবর পাওয়ার পর সোমবার সকালে টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়ে সবকটি ঘর জ্বালিয়ে দেয়। এসময় ঘটনাস্থল থেকে ইলিশ বেচাকেনার সাথে জড়িত ও জেলেসহ ১২জনকে আটক করে। প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজির মতো ইলিশ মাছ জব্দ করে। গোয়ালন্দে ১২ জন ও কালুখালীতে ৬ জেলে সহ মোট ৩০ জনকে আটক করা হয়। এর মধ্যে ১১ জেলের ২৪দিন, ৬ জনের ১মাস, ৬জনের ২১দিন, ৫জনের ১৬দিন এবং ২জনকে ১ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে তিন উপজেলায় প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান বাস্তবায়ন করে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির জেলা ও উপজেলা প্রশাসন। তাদের সার্বিক কাজে সহযোগিতা করেন পুলিশ, জেলা ও উপজেলা মৎস্য দপ্তর। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান শেষ করে আজ বেলা দশটার দিকে এই রায় প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল হুদা ও মো. হাবিবুল্লা। অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সদর সিনিয় মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, সাঈদ আহমেদ, গোয়ালন্দের মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ এবং থানা পুলিশ।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালন জানান, সরকারী আইন অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে মৎস্য সংরক্ষন আইন ১৮৬০ এর (১৮৮) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়। মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় বিতরন এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

রাজবাড়ীর পদ্মার চরে গড়ে ওঠা আস্তানা গুঁড়িয়ে দিয়েছে, ৩০ জেলের জেল-জরিমানা

পোস্ট হয়েছেঃ ১০:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে অসাধু চক্রের সদস্যরা ইলিশ শিকার করেই চলেছে। জেলার পদ্মা নদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে গড়ে তুলেছে অস্থায়ী মাছ বেচাকেনার বাজার। সোমবার সকালে জেলা সদরের দুর্গম চর শ্রীপুর পদ্মার পাড়ে গড়ে তোলা আস্তানা গুঁড়িয়ে দিয়েছে টাস্কফোর্স কমিটি। স্থানীয়দের পাশাপাশি জেলার বাইরে মানিকগঞ্জ ও পাবনা অঞ্চলের জেলেরাও মাছ শিকার করছে।

রোববার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও কালুখালী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়ে ৩০ জেলেকে আটক করেছে। একই সাথে তাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এছাড়া ইলিশ মাছও জব্দ করেছে প্রায় ৪২ কেজি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সীমান্তবর্তী শ্রীপুর দুর্গম পদ্মার চর এলাকায় নদীর পাড়ে গড়ে উঠা অস্থায়ী ইলিশ বেচাকেনার বাজার। সেখানে ১৬টির মতো গড়ে তোলা হয়েছে অস্থায়ীভাবে পাটকাঠির তৈরী ঘর। রাতে থাকা খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। সেখানে জেলেরা মাছ শিকারের পর একত্রিত করলে বিভিন্ন এলাকার মানুষ কিনে নিয়ে যায়। এমন খবর পাওয়ার পর সোমবার সকালে টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়ে সবকটি ঘর জ্বালিয়ে দেয়। এসময় ঘটনাস্থল থেকে ইলিশ বেচাকেনার সাথে জড়িত ও জেলেসহ ১২জনকে আটক করে। প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজির মতো ইলিশ মাছ জব্দ করে। গোয়ালন্দে ১২ জন ও কালুখালীতে ৬ জেলে সহ মোট ৩০ জনকে আটক করা হয়। এর মধ্যে ১১ জেলের ২৪দিন, ৬ জনের ১মাস, ৬জনের ২১দিন, ৫জনের ১৬দিন এবং ২জনকে ১ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে তিন উপজেলায় প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান বাস্তবায়ন করে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির জেলা ও উপজেলা প্রশাসন। তাদের সার্বিক কাজে সহযোগিতা করেন পুলিশ, জেলা ও উপজেলা মৎস্য দপ্তর। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান শেষ করে আজ বেলা দশটার দিকে এই রায় প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল হুদা ও মো. হাবিবুল্লা। অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সদর সিনিয় মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, সাঈদ আহমেদ, গোয়ালন্দের মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ এবং থানা পুলিশ।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালন জানান, সরকারী আইন অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে মৎস্য সংরক্ষন আইন ১৮৬০ এর (১৮৮) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়। মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় বিতরন এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।