ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ১৮ জনের মধ্যে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়। টিন ও নগদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নাসরিন সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।