০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রেডক্রিসেন্ট এর উদ্যোগে ৫০০ অসহায় পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নদী ভাঙনের শিকার, প্রতিবন্ধী ও কোভিড-১৯ এর কারণে অসহায় মানুষের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার দুপুরে গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে ৫০০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেককে সাড়ে ৭ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, হাফ কেজি সুজি, ১ কেজি চিনি ও ১ কেজি করে লবন দেওয়া হয়। পর্যায়ক্রমে আরো এক হাজার পরিবারকে দেয়া হবে। এসময় অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফকীর আব্দুল জব্বার বলেন, সংস্থাটির উদ্যোগে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা, তিনটি পৌরসভা সহ মোট ৪২টি ইউনিয়নে মোট ১০ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এসব অসহায় পরিবারের মধ্যে নদী ভাঙনের শিকার, দুঃস্থ্য প্রতিবন্ধী এবং করোনাভাইরাসে অসহায় হয়ে পড়া পরিবার রয়েছে। এরমধ্যে গোয়ালন্দ উপজেলায় মোট দেড় হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

রেডক্রিসেন্ট এর উদ্যোগে ৫০০ অসহায় পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ

পোস্ট হয়েছেঃ ০৯:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নদী ভাঙনের শিকার, প্রতিবন্ধী ও কোভিড-১৯ এর কারণে অসহায় মানুষের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার দুপুরে গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে ৫০০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেককে সাড়ে ৭ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, হাফ কেজি সুজি, ১ কেজি চিনি ও ১ কেজি করে লবন দেওয়া হয়। পর্যায়ক্রমে আরো এক হাজার পরিবারকে দেয়া হবে। এসময় অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফকীর আব্দুল জব্বার বলেন, সংস্থাটির উদ্যোগে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা, তিনটি পৌরসভা সহ মোট ৪২টি ইউনিয়নে মোট ১০ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এসব অসহায় পরিবারের মধ্যে নদী ভাঙনের শিকার, দুঃস্থ্য প্রতিবন্ধী এবং করোনাভাইরাসে অসহায় হয়ে পড়া পরিবার রয়েছে। এরমধ্যে গোয়ালন্দ উপজেলায় মোট দেড় হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।