০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে মরা চন্দনা নদীতে পোনা মাছ অবমুক্তকরণ

ষ্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারিতে ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের অংশ হিসেবে “জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প” এর আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দির সদর ইউনিয়নের ইকরচর গ্রামে মরা চন্দনা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। এসময় ২৫ জন সুফলভোগীদের মাঝে মাছের খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন এবং তাদের দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

শনিবার বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে, ১৫০ জন চাষীর মাঝে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আলীমুজ্জামান চৌধুরী।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল মান্নাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জয়দেব পাল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত ইসলাম, সহকারি মৎস্য কর্মকর্তা মো. রবিউল হক প্রমুখ।

মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আলীমুজ্জামান চৌধুরী বলেন, জলাশয় সংষ্কারের মাধ্যমে মৎস উৎপাদন বৃদ্ধি প্রকল্পে বর্তমান ৬১টি জেলার ৩৬৯টি উপাজেলায় এই প্রকল্প চালু রয়েছে। দুই বছর মেয়াদে এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪০৯ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় ২৬ হাজার হেক্টর জলায়শকে মৎস উৎপাদনের আওতায় আনা হবে। ইতিমধ্যে ১৪ হাজার হেক্টর জলাশয়কে মৎস্য উৎপাদনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

বালিয়াকান্দিতে মরা চন্দনা নদীতে পোনা মাছ অবমুক্তকরণ

পোস্ট হয়েছেঃ ০৮:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারিতে ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের অংশ হিসেবে “জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প” এর আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দির সদর ইউনিয়নের ইকরচর গ্রামে মরা চন্দনা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। এসময় ২৫ জন সুফলভোগীদের মাঝে মাছের খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন এবং তাদের দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

শনিবার বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে, ১৫০ জন চাষীর মাঝে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আলীমুজ্জামান চৌধুরী।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল মান্নাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জয়দেব পাল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত ইসলাম, সহকারি মৎস্য কর্মকর্তা মো. রবিউল হক প্রমুখ।

মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আলীমুজ্জামান চৌধুরী বলেন, জলাশয় সংষ্কারের মাধ্যমে মৎস উৎপাদন বৃদ্ধি প্রকল্পে বর্তমান ৬১টি জেলার ৩৬৯টি উপাজেলায় এই প্রকল্প চালু রয়েছে। দুই বছর মেয়াদে এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪০৯ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় ২৬ হাজার হেক্টর জলায়শকে মৎস উৎপাদনের আওতায় আনা হবে। ইতিমধ্যে ১৪ হাজার হেক্টর জলাশয়কে মৎস্য উৎপাদনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।