০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনের প্রস্তুতি সভা

জীবন চক্রবর্তীঃ রাজবাড়ীর লক্ষীকোল হরিসভা নাটমন্দিরে ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায়, রাজবাড়ী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে জেলা সম্মেলনের প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

ঐক্য পরিষদ সূত্র জানায়, “ধর্ম যার যার রাষ্ট্র সবার”-এই শ্লোগানকে সামনে রেখে গত ২৪মার্চ ২০২০ তারিখ পর্যন্ত সংগঠনের মেয়াদ তিন বৎসর পূর্ণ হয়। নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভায় কার্যনির্বাহী কমিটির আয়োজনে জেলার পাঁচটি উপজেলা কমিটির সকল সম্পাদক মণ্ডলীর সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরী।

পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্টানের শুভারম্ভ হয়। রাজবাড়ী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. গণেশ নারায়ণ চৌধুরী বলেন, আমাদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা যখনই নতুন কমিটি গঠনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, তখনই করোনার কারনে দেশে লকডাউন শুরু হয়। আমাদের সমস্ত কার্যক্রম স্থগিত হয়ে যায়। করোনার প্রভাবে আমরা নতুন কমিটি গঠন করতে পারি নাই।

যদিও করোনার প্রকোপ এখনো না থামলেও সরকার অনেক শিথিল করেছে। তাই আমরা উপজেলার সকল সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আগামী সপ্তাহের মধ্যে সমন্বয় সভা করে, প্রত্যেক উপজেলা কমিটি গঠনের তারিখ জানিয়ে দেব, সে মোতাবেক প্রথমে উপজেলা কমিটি গঠন করা হবে। সবশেষে রাজবাড়ী সদর ও চারটি উপজেলার সমন্বয়ে আগামী ডিসেম্বর মাসে রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটি গঠন করা হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার বলেন, আগামী সভায় প্রত্যেক উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক তাদের সমস্যা তুলে ধরবেন, আমরা সমাধানের চেষ্টা করব। উপজেলা কমিটির তত্ত্বাবধানেই ইউনিয়ন কমিটি গঠন করবেন।

এছাড়া সভায় বক্তৃতা প্রদান করেন, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, পাংশা উপজেলার সভাপতি উত্তম কুন্ডু, বালিয়াকান্দি উপজেলা সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, কালুখালীর সাধারণ সম্পাদক মানিক দাস, জেলা সদর কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কর্মকার, গোয়ালন্দ উপজেলা সভাপতি নির্মল চক্রবর্তী, সুধির বিশ্বাস, তন্ময় চক্রবর্তী, চিত্তরঞ্জন, সুজয় পাল, মহিলা সম্পাদিকা এ্যাড. উমা সেন প্রমুখ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

রাজবাড়ী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনের প্রস্তুতি সভা

পোস্ট হয়েছেঃ ০৯:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

জীবন চক্রবর্তীঃ রাজবাড়ীর লক্ষীকোল হরিসভা নাটমন্দিরে ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায়, রাজবাড়ী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে জেলা সম্মেলনের প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

ঐক্য পরিষদ সূত্র জানায়, “ধর্ম যার যার রাষ্ট্র সবার”-এই শ্লোগানকে সামনে রেখে গত ২৪মার্চ ২০২০ তারিখ পর্যন্ত সংগঠনের মেয়াদ তিন বৎসর পূর্ণ হয়। নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভায় কার্যনির্বাহী কমিটির আয়োজনে জেলার পাঁচটি উপজেলা কমিটির সকল সম্পাদক মণ্ডলীর সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরী।

পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্টানের শুভারম্ভ হয়। রাজবাড়ী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. গণেশ নারায়ণ চৌধুরী বলেন, আমাদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা যখনই নতুন কমিটি গঠনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, তখনই করোনার কারনে দেশে লকডাউন শুরু হয়। আমাদের সমস্ত কার্যক্রম স্থগিত হয়ে যায়। করোনার প্রভাবে আমরা নতুন কমিটি গঠন করতে পারি নাই।

যদিও করোনার প্রকোপ এখনো না থামলেও সরকার অনেক শিথিল করেছে। তাই আমরা উপজেলার সকল সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আগামী সপ্তাহের মধ্যে সমন্বয় সভা করে, প্রত্যেক উপজেলা কমিটি গঠনের তারিখ জানিয়ে দেব, সে মোতাবেক প্রথমে উপজেলা কমিটি গঠন করা হবে। সবশেষে রাজবাড়ী সদর ও চারটি উপজেলার সমন্বয়ে আগামী ডিসেম্বর মাসে রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটি গঠন করা হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার বলেন, আগামী সভায় প্রত্যেক উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক তাদের সমস্যা তুলে ধরবেন, আমরা সমাধানের চেষ্টা করব। উপজেলা কমিটির তত্ত্বাবধানেই ইউনিয়ন কমিটি গঠন করবেন।

এছাড়া সভায় বক্তৃতা প্রদান করেন, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, পাংশা উপজেলার সভাপতি উত্তম কুন্ডু, বালিয়াকান্দি উপজেলা সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, কালুখালীর সাধারণ সম্পাদক মানিক দাস, জেলা সদর কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কর্মকার, গোয়ালন্দ উপজেলা সভাপতি নির্মল চক্রবর্তী, সুধির বিশ্বাস, তন্ময় চক্রবর্তী, চিত্তরঞ্জন, সুজয় পাল, মহিলা সম্পাদিকা এ্যাড. উমা সেন প্রমুখ।