০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ীতে এক দিনের ব্যাবধানে পেঁয়াজের দাম ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮৫ টাকা দরে

ইমরান হোসেনঃ রাজবাড়ীতে পেঁয়াজের বাজার দর লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এক দিনের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ২৫ টাকা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি। অথচ দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৪০ টাকা।

চলতি সপ্তাহের শুরুতে প্রতি কেজি দেশী পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও এক দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে পেঁয়াজের দাম আরো বেড়ে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পঁচা ও নষ্ট পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। ভারতের পেঁয়াজ দেশে আমদানি বন্ধ হওয়ায় হঠাৎ ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে বিক্রি করছে। তবে বাজার দর নিয়ন্ত্রনে প্রশাসনের নজরদারি তেমন দেখা যায়নি।

বুধবার সকালে রাজবাড়ীর বড় বাজারে দেখা যায়, পেঁয়াজের বাজার দর মণ প্রতি ১ হাজার টাকা থেকে ১,২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। অথচ এক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ ২৫ টাকা বেড়ে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্তমানে বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩,৫০০টাকা থেকে ৩,৬০০ টাকায়। দুই সপ্তাহ আগে প্রতি মণ দেশী পেঁয়াজ বিক্রি হয়েছে ১,৩০০ টাকায়।

ক্রেতারা বলেন, চলতি মাসের শুরুতে প্রতি কেজি দেশী পেঁয়াজ ৩৫ টাকা কেজিতে কিনেছেন। রাজবাড়ীর বাজার গুলোতে বিক্রেতারা পেঁয়াজের দাম বাড়িয়ে বিক্রি করছেন। এ সপ্তাহের শুরু থেকেই প্রতি কেজি পেয়াজ ব্যবসায়ীরা বাড়িয়ে ৬০ টাকা কেজিতে বিক্রি করছেন। এমনিতেই সব ধরনের দ্রব্যমূল্যের বাজার চড়া, তারপর আবার পেঁয়াজের বাজার দর লাফিয়ে বাড়ছে। এতে তারা বিপাকে পরছেন। বাজার দর নিয়ন্ত্রনে জেলা প্রশাসন হস্তক্ষেপ কামনা করেন ক্রেতারা।

পেঁয়াজ ব্যাবসায়ীরা বলেন, কয়েকদিন ধরে পেঁয়াজের বাজার দর হঠাৎ বেড়েছে। সপ্তাহের শুরু থেকে কেজিতে পেঁয়াজের বেড়েছে ২০ টাকা করে। কয়েকদিন ধরে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা কেজি বিক্রি হলেও গতকাল থেকে ৮৫ টাকা কেজিতে বিক্রি করছেন। পেঁয়াজের বাজার দর বাড়ার কারন হিসেবে ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে আমদানী করা পেঁয়াজ না আসার কারনে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গত বছর পেয়াজের বাজার দর চড়া থাকায় এবছর পেঁয়াজ চাষিরা অধিক লাভের আশায় তাদের ঘরে পেঁয়াজ মজুদ করার কারনে পেঁয়াজের বাজার বৃদ্ধি পেয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

রাজবাড়ীতে এক দিনের ব্যাবধানে পেঁয়াজের দাম ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮৫ টাকা দরে

পোস্ট হয়েছেঃ ০৬:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

ইমরান হোসেনঃ রাজবাড়ীতে পেঁয়াজের বাজার দর লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এক দিনের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ২৫ টাকা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি। অথচ দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৪০ টাকা।

চলতি সপ্তাহের শুরুতে প্রতি কেজি দেশী পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও এক দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে পেঁয়াজের দাম আরো বেড়ে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পঁচা ও নষ্ট পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। ভারতের পেঁয়াজ দেশে আমদানি বন্ধ হওয়ায় হঠাৎ ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে বিক্রি করছে। তবে বাজার দর নিয়ন্ত্রনে প্রশাসনের নজরদারি তেমন দেখা যায়নি।

বুধবার সকালে রাজবাড়ীর বড় বাজারে দেখা যায়, পেঁয়াজের বাজার দর মণ প্রতি ১ হাজার টাকা থেকে ১,২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। অথচ এক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ ২৫ টাকা বেড়ে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্তমানে বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩,৫০০টাকা থেকে ৩,৬০০ টাকায়। দুই সপ্তাহ আগে প্রতি মণ দেশী পেঁয়াজ বিক্রি হয়েছে ১,৩০০ টাকায়।

ক্রেতারা বলেন, চলতি মাসের শুরুতে প্রতি কেজি দেশী পেঁয়াজ ৩৫ টাকা কেজিতে কিনেছেন। রাজবাড়ীর বাজার গুলোতে বিক্রেতারা পেঁয়াজের দাম বাড়িয়ে বিক্রি করছেন। এ সপ্তাহের শুরু থেকেই প্রতি কেজি পেয়াজ ব্যবসায়ীরা বাড়িয়ে ৬০ টাকা কেজিতে বিক্রি করছেন। এমনিতেই সব ধরনের দ্রব্যমূল্যের বাজার চড়া, তারপর আবার পেঁয়াজের বাজার দর লাফিয়ে বাড়ছে। এতে তারা বিপাকে পরছেন। বাজার দর নিয়ন্ত্রনে জেলা প্রশাসন হস্তক্ষেপ কামনা করেন ক্রেতারা।

পেঁয়াজ ব্যাবসায়ীরা বলেন, কয়েকদিন ধরে পেঁয়াজের বাজার দর হঠাৎ বেড়েছে। সপ্তাহের শুরু থেকে কেজিতে পেঁয়াজের বেড়েছে ২০ টাকা করে। কয়েকদিন ধরে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা কেজি বিক্রি হলেও গতকাল থেকে ৮৫ টাকা কেজিতে বিক্রি করছেন। পেঁয়াজের বাজার দর বাড়ার কারন হিসেবে ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে আমদানী করা পেঁয়াজ না আসার কারনে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গত বছর পেয়াজের বাজার দর চড়া থাকায় এবছর পেঁয়াজ চাষিরা অধিক লাভের আশায় তাদের ঘরে পেঁয়াজ মজুদ করার কারনে পেঁয়াজের বাজার বৃদ্ধি পেয়েছে।