০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দ্বিতীয় দফা পেছাল গোয়ালন্দ উপজেলা পরিষদের উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদকঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের উপনির্বাচন আবার পেছাল। করোনার কারণে স্থগিত হওয়া উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন কমিশন থেকে গত রোববার বিকেলে এ সংক্রান্ত পত্র আসার পরদিন ভোরে অন্যতম প্রার্থী নুরুল ইসলাম মন্ডল মৃত্যু বরণ করেন। ফলে ১০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন মিলে গঠিত গোয়ালন্দ উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৯১ হাজার ৫৪৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৬ হাজার ৪৪ জন এবং নারী ভোটার সংখ্যা রয়েছে ৪৫ হাজার ৫০০ জন। এখানে ৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ভোট কক্ষের সংখ্যা রয়েছে ১৯২টি।

গোয়ালন্দ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানায়, নির্ধারিত মেয়াদ শেষে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত বছরের (২০১৯) ২৪ মার্চ পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় ভোট গ্রহণ হলেও চেয়ারম্যান পদে দ্বিতীয় কোন প্রার্থী না থাকায় এবিএম নুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মতো উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সাত মাস পর এবিএম নুরুল ইসলাম গুরুতর অসুস্থ্য হন। তাঁকে ঢাকার একটি বেসরকারী (স্কয়ার) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ১৭ অক্টোবর তিনি মৃত্যু বরণ করেন।

স্থানীয় সরকার বিভাগ উপজেলা চেয়ারম্যানের পদটি শুন্য ঘোষণা করে। ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে চলতি বছর ২৯ মার্চ উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

নির্বাচনে আ.লীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আ.লীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত) উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল (ঘোড়া) ও বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুব আলম শাহীন (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সারাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় নির্বাচন কমিশন ভোট গ্রহণের চার দিন আগে ২৫ মার্চ উপনির্বাচন স্থগিত ঘোষণা করে।

প্রায় ৬ মাস পর গত রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আগামী ১০ অক্টোবর গোয়ালন্দ ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। রোববার সন্ধ্যায় প্রার্থীরা এমন বার্তা পাওয়ার পর পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করে। ওইদিন সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মন্ডল গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। রাতেই জরুরীভাবে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে ১০ অক্টোবর উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ পুনরায় স্থগিত হয়ে যাচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ রাজবাড়ীমেইলকে বলেন, মোট তিনজন প্রার্থীর মধ্যে সোমবার ভোরে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী গুরুত্বপূর্ণ প্রার্থী নুরুল ইসলাম মন্ডল মৃত্যু বরণ করায় দ্বিতীয় দফায় ঘোষিত আগামী ১০ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। নতুন করে তফসিল ঘোষনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

দ্বিতীয় দফা পেছাল গোয়ালন্দ উপজেলা পরিষদের উপনির্বাচন

পোস্ট হয়েছেঃ ০৮:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের উপনির্বাচন আবার পেছাল। করোনার কারণে স্থগিত হওয়া উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন কমিশন থেকে গত রোববার বিকেলে এ সংক্রান্ত পত্র আসার পরদিন ভোরে অন্যতম প্রার্থী নুরুল ইসলাম মন্ডল মৃত্যু বরণ করেন। ফলে ১০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন মিলে গঠিত গোয়ালন্দ উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৯১ হাজার ৫৪৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৬ হাজার ৪৪ জন এবং নারী ভোটার সংখ্যা রয়েছে ৪৫ হাজার ৫০০ জন। এখানে ৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ভোট কক্ষের সংখ্যা রয়েছে ১৯২টি।

গোয়ালন্দ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানায়, নির্ধারিত মেয়াদ শেষে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত বছরের (২০১৯) ২৪ মার্চ পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় ভোট গ্রহণ হলেও চেয়ারম্যান পদে দ্বিতীয় কোন প্রার্থী না থাকায় এবিএম নুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মতো উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সাত মাস পর এবিএম নুরুল ইসলাম গুরুতর অসুস্থ্য হন। তাঁকে ঢাকার একটি বেসরকারী (স্কয়ার) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ১৭ অক্টোবর তিনি মৃত্যু বরণ করেন।

স্থানীয় সরকার বিভাগ উপজেলা চেয়ারম্যানের পদটি শুন্য ঘোষণা করে। ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে চলতি বছর ২৯ মার্চ উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

নির্বাচনে আ.লীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আ.লীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত) উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল (ঘোড়া) ও বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুব আলম শাহীন (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সারাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় নির্বাচন কমিশন ভোট গ্রহণের চার দিন আগে ২৫ মার্চ উপনির্বাচন স্থগিত ঘোষণা করে।

প্রায় ৬ মাস পর গত রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আগামী ১০ অক্টোবর গোয়ালন্দ ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। রোববার সন্ধ্যায় প্রার্থীরা এমন বার্তা পাওয়ার পর পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করে। ওইদিন সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মন্ডল গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। রাতেই জরুরীভাবে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে ১০ অক্টোবর উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ পুনরায় স্থগিত হয়ে যাচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ রাজবাড়ীমেইলকে বলেন, মোট তিনজন প্রার্থীর মধ্যে সোমবার ভোরে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী গুরুত্বপূর্ণ প্রার্থী নুরুল ইসলাম মন্ডল মৃত্যু বরণ করায় দ্বিতীয় দফায় ঘোষিত আগামী ১০ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। নতুন করে তফসিল ঘোষনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।