রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের আব্দুল সামাদ শেখ এর শারীরিক প্রতিবন্ধী কিশোরী মেয়ে শারমীন আক্তার (১৫) বুধবার ভোরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। শারমীন ভোর সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে একটি ব্যাগ সাথে নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। প্রতিবন্দী কিশোরীর গায়ের রং শ্যামলা। সে বাবা-মায়ের নাম বলতে পারে। হারিয়ে যাবার সময় সময় তার গায়ে লাল রঙের একটি গেঞ্জি এবং পরনে পায়জামা ছিল। কোন সহৃদয় ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকলে সন্ধানদাতাকে নিম্নোক্ত মোবাইল নাম্বারে পরিবার থেকে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনেঃ- ০১৩১২-৮৭৩৮৯৪, ০১৩০০-৮৩৮৪৪৮।