১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা-খুলনা মহাসড়কে পণ্যবাহি গাড়ি ওজনে ওয়েস্কেল থাকায় প্রায় সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তি

ষ্টাফ রিপোর্টারঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বর সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) স্থাপিত ওয়েস্কেলে ওজন দিতে আসা গাড়ির লম্বা লাইন তৈরী হচ্ছে। এতে মহাসড়কে গাড়ি স্বাভাবিক গতিতে চলতে না পারায় কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ পথও বন্ধ হয়ে যাওয়ায় বাড়তি দুর্ভোগে পড়তে হচ্ছে সবাইকে।

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন স্থাপিত ডিজিটাল ওয়েব্রীজ স্কেলটি মাঝেমধ্যে নানা ধরনের ত্রুটির কারণে সমস্যা দেখা দেয়। এছাড়া স্কেলটির দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ভাঙ্গাচোড়া ও স্কেলের কম্পিউটার মাঝে মধ্যে বিকল হয়ে পড়লে ওজন স্লিপ নিতে আসা পণ্যবাহি গাড়ির মালের চালান রসিদের সাথে ওজন স্লিপ হাতে লিখে দেয়া হয়। হাতে লিখে দেওয়ার কারণে স্বাভাবিকের চেয়ে অনেক বেশী সময় লাগে। এত করে যানবাহনের বাড়তি চাপ সামাল দিয়ে উঠতে না পারায় মহাসড়কে স্কেল এলাকায় যানজট তৈরী হচ্ছে। যানজটের কারণে পাশেই থাকা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট বন্ধ হয়ে যায়। চলাচলরত ছোট-বড় যানবাহন এই এলাকায় দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে বাধ্য হয়। এছাড়া ব্যস্ততম মহাসড়কে চলাচলরত দুরপাল্লার পরিবহনগুলো দীর্ঘ সময় যানজটে আটকে থেকে নানা বিড়ম্বনার শিকার হয়। আবার এসব গাড়ি স্কেল থেকে মাত্র ৬ কিলোমিটার পরই দৌলতদিয়া ঘাটে গিে ফের লম্বা লাইনের সিরিয়ালে পড়তে হয়। ফলে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় যানবাহনের যাত্রী ও চালকদের।

সরেজমিনে দেখা যায়, স্কেলের বিপরিত পাশে মহাসড়ক জুড়ে পাশাপাশি দুটি গাড়ি আসা যাওয়ায় অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া অ্যাপ্রোচ সড়ক ভাঙ্গাচোড়া ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ওজন নিতে আসা পন্যবাহি ট্রাকগুলো অনেকটা জায়গা ঘুড়ে স্কেলে উঠতে হয়। এ সময় এসব গাড়ির কারণে মহাসড়ক আটকে যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে কোন কোন সময় স্কেল থেকে মহাসড়কে ২-৩ কিলোমিটার পর্যন্ত যানজট দেখা দেয়। যানজটের কারণে গোয়ালন্দ রেলগেটে দূর্ঘটনার ঝুঁকি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢোকার একমাত্র রাস্তা বন্ধ হয়ে যায়। এসময় জরুরী কোন রোগী হাসপাতালের সামনে এসে বাড়তি বিড়ম্বনায় পড়ে।

ট্রাকের ওজন স্লিপ দিতে বিলম্ব হলে মহাসড়কের অর্ধেকটা জুড়ে একপাশে ট্রাকের লম্বা লাইন বাকি অর্ধেকটায় গাড়ি মুখো-মুখি হওয়ায় সড়ক বন্ধ হয়ে যায়। ওই সময় বাস-ট্রাকগুলোকে ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। স্কেলের দুই পাশে ঢাকা-খুলনা গামী যানবাহনর ২-৩ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। ফলে ওয়েস্কেলের কারনে বাড়তি ভোগান্তি হচ্ছে।

সম্প্রতি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. নুরুজ্জামান মিয়া ওয়েস্কেলটি অন্যত্র স্থাপনের দাবী জানিয়ে বলেন, স্কেলটির কারণে প্রায় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাঝে মধ্যে রাতেও দীর্ঘ যানজট তৈরী হচ্ছে। এতে করে দৌলতদিয়া ঘাটের মতোই চিত্র এখানেও লক্ষ্য করা যায়। এমনকি যানজটের কারণে একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ পথটিও পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ায় অনেককে রোগী নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক সহ সকলকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যাবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, স্কেলের দুই পাশের অ্যাপ্রোচ সড়কে দ্রুত কাজ শুরু হবে। তাছাড়া কম্পিউটারে সাময়িক একটু সমস্যা হয়েছিল, তা ঠিক হয়েছে। যানজটের বিষয়ে বলেন, গোয়ালন্দ মোড় থেকে পুলিশ একযোগে ট্রাক ছেড়ে দিলে ওয়েস্কেল এলাকায় সাময়িকভাবে যানজট তৈরী হয়। এরপর স্কেলটি অন্যত্র স্থাপনের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

ঢাকা-খুলনা মহাসড়কে পণ্যবাহি গাড়ি ওজনে ওয়েস্কেল থাকায় প্রায় সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তি

পোস্ট হয়েছেঃ ০৮:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বর সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) স্থাপিত ওয়েস্কেলে ওজন দিতে আসা গাড়ির লম্বা লাইন তৈরী হচ্ছে। এতে মহাসড়কে গাড়ি স্বাভাবিক গতিতে চলতে না পারায় কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ পথও বন্ধ হয়ে যাওয়ায় বাড়তি দুর্ভোগে পড়তে হচ্ছে সবাইকে।

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন স্থাপিত ডিজিটাল ওয়েব্রীজ স্কেলটি মাঝেমধ্যে নানা ধরনের ত্রুটির কারণে সমস্যা দেখা দেয়। এছাড়া স্কেলটির দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ভাঙ্গাচোড়া ও স্কেলের কম্পিউটার মাঝে মধ্যে বিকল হয়ে পড়লে ওজন স্লিপ নিতে আসা পণ্যবাহি গাড়ির মালের চালান রসিদের সাথে ওজন স্লিপ হাতে লিখে দেয়া হয়। হাতে লিখে দেওয়ার কারণে স্বাভাবিকের চেয়ে অনেক বেশী সময় লাগে। এত করে যানবাহনের বাড়তি চাপ সামাল দিয়ে উঠতে না পারায় মহাসড়কে স্কেল এলাকায় যানজট তৈরী হচ্ছে। যানজটের কারণে পাশেই থাকা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট বন্ধ হয়ে যায়। চলাচলরত ছোট-বড় যানবাহন এই এলাকায় দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে বাধ্য হয়। এছাড়া ব্যস্ততম মহাসড়কে চলাচলরত দুরপাল্লার পরিবহনগুলো দীর্ঘ সময় যানজটে আটকে থেকে নানা বিড়ম্বনার শিকার হয়। আবার এসব গাড়ি স্কেল থেকে মাত্র ৬ কিলোমিটার পরই দৌলতদিয়া ঘাটে গিে ফের লম্বা লাইনের সিরিয়ালে পড়তে হয়। ফলে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় যানবাহনের যাত্রী ও চালকদের।

সরেজমিনে দেখা যায়, স্কেলের বিপরিত পাশে মহাসড়ক জুড়ে পাশাপাশি দুটি গাড়ি আসা যাওয়ায় অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া অ্যাপ্রোচ সড়ক ভাঙ্গাচোড়া ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ওজন নিতে আসা পন্যবাহি ট্রাকগুলো অনেকটা জায়গা ঘুড়ে স্কেলে উঠতে হয়। এ সময় এসব গাড়ির কারণে মহাসড়ক আটকে যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে কোন কোন সময় স্কেল থেকে মহাসড়কে ২-৩ কিলোমিটার পর্যন্ত যানজট দেখা দেয়। যানজটের কারণে গোয়ালন্দ রেলগেটে দূর্ঘটনার ঝুঁকি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢোকার একমাত্র রাস্তা বন্ধ হয়ে যায়। এসময় জরুরী কোন রোগী হাসপাতালের সামনে এসে বাড়তি বিড়ম্বনায় পড়ে।

ট্রাকের ওজন স্লিপ দিতে বিলম্ব হলে মহাসড়কের অর্ধেকটা জুড়ে একপাশে ট্রাকের লম্বা লাইন বাকি অর্ধেকটায় গাড়ি মুখো-মুখি হওয়ায় সড়ক বন্ধ হয়ে যায়। ওই সময় বাস-ট্রাকগুলোকে ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। স্কেলের দুই পাশে ঢাকা-খুলনা গামী যানবাহনর ২-৩ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। ফলে ওয়েস্কেলের কারনে বাড়তি ভোগান্তি হচ্ছে।

সম্প্রতি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. নুরুজ্জামান মিয়া ওয়েস্কেলটি অন্যত্র স্থাপনের দাবী জানিয়ে বলেন, স্কেলটির কারণে প্রায় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাঝে মধ্যে রাতেও দীর্ঘ যানজট তৈরী হচ্ছে। এতে করে দৌলতদিয়া ঘাটের মতোই চিত্র এখানেও লক্ষ্য করা যায়। এমনকি যানজটের কারণে একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ পথটিও পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ায় অনেককে রোগী নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক সহ সকলকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যাবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, স্কেলের দুই পাশের অ্যাপ্রোচ সড়কে দ্রুত কাজ শুরু হবে। তাছাড়া কম্পিউটারে সাময়িক একটু সমস্যা হয়েছিল, তা ঠিক হয়েছে। যানজটের বিষয়ে বলেন, গোয়ালন্দ মোড় থেকে পুলিশ একযোগে ট্রাক ছেড়ে দিলে ওয়েস্কেল এলাকায় সাময়িকভাবে যানজট তৈরী হয়। এরপর স্কেলটি অন্যত্র স্থাপনের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।