০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ফরিদপুরে জন্মদিন পালন না করে দরিদ্রদের মুখে খাবার তুলে দিলেন স্কুলছাত্রী শর্মি

জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুরঃ ফরিদপুর শহরের পুলিশ লাইনস্ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী শর্মি নিজের জন্মদিনে জাঁকজমক করে কেক না কেটে ওই অর্থ দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরন করেছেন। মঙ্গলবার শর্মির ১৫ তম জন্মদিন।

শর্মির মা রিবা আক্তার ও বাবা সাগর ভদ্র জানান, আমাদের একমাত্র সন্তান শর্মি’র জন্মদিন বরাবরই কেক কেটে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে পালন করে থাকি, এটা তার পছন্দ নয়। এবার সে সাফ জানিয়ে দিয়েছে জীবনে যতদিন বেঁচে থাকবো জন্মদিনে আর কেক কাটা নয়। দরিদ্র, অসহায় ও পথশিশুদের সাথে অনন্দ ভাগাভাগি করে নিতে চাই, তাদের মুখে খাবার তুলে দিতে চাই। সে জন্যই আজ তার জন্মদিনে দুপুরে ফরিদপুর শহরের ষ্টেশন রোড, রাজেন্দ্র কলেজ মোড়, চৌরঙ্গী মোড় ও চকবাজার এলাকায় পথ শিশু, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরন করেছে শর্মি নিজ হাতেই।

এ ব্যাপারে স্কুল ছাত্রী শর্মি জানান, দরিদ্র ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে তাদের মুখে হাসি দেখে আমি যতটা আনন্দ পাই কেকে কেট বন্ধু বান্ধবীদের নিয়ে হৈ চৈ করে সেই আনন্দ পাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে থাকবো জন্মদিনে দরিদ্র মানুষদের সাথেই কাটাবো। ভবিষৎতে কি হতে চাও এমন এক প্রশ্নের জবাবে স্কুল ছাত্রী শর্মি জানান, ভবিষতে আমি একজন রাজনীতিবীদ হতে চাই। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে দেশের মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত করতে চাই। শর্মি জন্মদিনে খাদ্য বিতরণকালে তার বাবা সাগর ভদ্র ও ‘হাত বাড়িয়ে দেই’ এর প্রতিষ্টাতা কবি আলিম আল রাজি আজাদ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

ফরিদপুরে জন্মদিন পালন না করে দরিদ্রদের মুখে খাবার তুলে দিলেন স্কুলছাত্রী শর্মি

পোস্ট হয়েছেঃ ০৭:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুরঃ ফরিদপুর শহরের পুলিশ লাইনস্ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী শর্মি নিজের জন্মদিনে জাঁকজমক করে কেক না কেটে ওই অর্থ দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরন করেছেন। মঙ্গলবার শর্মির ১৫ তম জন্মদিন।

শর্মির মা রিবা আক্তার ও বাবা সাগর ভদ্র জানান, আমাদের একমাত্র সন্তান শর্মি’র জন্মদিন বরাবরই কেক কেটে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে পালন করে থাকি, এটা তার পছন্দ নয়। এবার সে সাফ জানিয়ে দিয়েছে জীবনে যতদিন বেঁচে থাকবো জন্মদিনে আর কেক কাটা নয়। দরিদ্র, অসহায় ও পথশিশুদের সাথে অনন্দ ভাগাভাগি করে নিতে চাই, তাদের মুখে খাবার তুলে দিতে চাই। সে জন্যই আজ তার জন্মদিনে দুপুরে ফরিদপুর শহরের ষ্টেশন রোড, রাজেন্দ্র কলেজ মোড়, চৌরঙ্গী মোড় ও চকবাজার এলাকায় পথ শিশু, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরন করেছে শর্মি নিজ হাতেই।

এ ব্যাপারে স্কুল ছাত্রী শর্মি জানান, দরিদ্র ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে তাদের মুখে হাসি দেখে আমি যতটা আনন্দ পাই কেকে কেট বন্ধু বান্ধবীদের নিয়ে হৈ চৈ করে সেই আনন্দ পাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে থাকবো জন্মদিনে দরিদ্র মানুষদের সাথেই কাটাবো। ভবিষৎতে কি হতে চাও এমন এক প্রশ্নের জবাবে স্কুল ছাত্রী শর্মি জানান, ভবিষতে আমি একজন রাজনীতিবীদ হতে চাই। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে দেশের মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত করতে চাই। শর্মি জন্মদিনে খাদ্য বিতরণকালে তার বাবা সাগর ভদ্র ও ‘হাত বাড়িয়ে দেই’ এর প্রতিষ্টাতা কবি আলিম আল রাজি আজাদ উপস্থিত ছিলেন।