০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আনসার বাহিনীর সদস্যরা ঢাকামূখী যাত্রীদের সেবায় নিয়োজিত

জীবন চক্রবর্তীঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট। উপলক্ষে এই ঘাট দিয়ে ঘরমুখো মানুষের ভীড় থাকে প্রতিবারই। ঈদ উৎযাপন শেষে তারা আবার যে যার কর্মস্থলে ফিরে যায়। এসকল পথযাত্রীদের সেবা দিতে প্রতি বছরই গোয়ালন্দের আনসার বাহিনী ও ভিডিপি সদস্যরা সেবা প্রদান করে যাচ্ছে যাত্রী সাধারনের।
এ বছরও ঈদের আগে ও ঈদ পরবর্তী দৌলতদিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভিড় পড়ছে। দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যাত্রীদের সামাজিক দুরত্ব বজায় ও সকল যাত্রীদের মাস্ক পরিধান বিষয়ে সতর্ক করা হচ্ছে।
ঢাকা যাবার পথে লঞ্চে ওঠার আগে বয়োবৃদ্ধ আকবর সেখ জানায়, আমি ফরিদপুর গোল্ডেন লাইন লঞ্চ পারাপারের বাসে ঢাকায় যাব। কিন্ত লঞ্চ ঘাটের এমন ভীড় দেখে ভয় পেয়ে গেছি। আনসার বাহিনীর সদস্যরা আমাকে হাত ধরে সহি সালামতে লঞ্চে উঠিয়ে দিয়েছে। না হলে আমি হয়ত লঞ্চেই উঠতে পারতাম না।
আনসার ও ভিডিপি রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান রাশেদ জানান, ঈদে ঘরে ফেরা মানুষ তাদের ঈদ উদযাপন শেষে নিবিঘ্নে যাহাতে দৌলতদিয়া ফেরিঘাট পারাপার হতে পারে সে জন্য রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপির ৪৫ জন সদস্য নিয়োজিত রয়েছে। নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস এর সাথে সম্পৃক্ত হয়ে ঘাটের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বয়স্ক ও অসুস্থ্য যাত্রীদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা করছে। বিশেষ করে মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য লঞ্চে উঠার পূর্বে যাত্রীদের জীবাণুমুক্ত পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করছে। পাশাপাশি কোন লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বহন করে, বিপদের সম্মুখীন না হয় সেদিকে তারা সজাগ দৃষ্টি রেখে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

আনসার বাহিনীর সদস্যরা ঢাকামূখী যাত্রীদের সেবায় নিয়োজিত

পোস্ট হয়েছেঃ ১২:২৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
জীবন চক্রবর্তীঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট। উপলক্ষে এই ঘাট দিয়ে ঘরমুখো মানুষের ভীড় থাকে প্রতিবারই। ঈদ উৎযাপন শেষে তারা আবার যে যার কর্মস্থলে ফিরে যায়। এসকল পথযাত্রীদের সেবা দিতে প্রতি বছরই গোয়ালন্দের আনসার বাহিনী ও ভিডিপি সদস্যরা সেবা প্রদান করে যাচ্ছে যাত্রী সাধারনের।
এ বছরও ঈদের আগে ও ঈদ পরবর্তী দৌলতদিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভিড় পড়ছে। দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যাত্রীদের সামাজিক দুরত্ব বজায় ও সকল যাত্রীদের মাস্ক পরিধান বিষয়ে সতর্ক করা হচ্ছে।
ঢাকা যাবার পথে লঞ্চে ওঠার আগে বয়োবৃদ্ধ আকবর সেখ জানায়, আমি ফরিদপুর গোল্ডেন লাইন লঞ্চ পারাপারের বাসে ঢাকায় যাব। কিন্ত লঞ্চ ঘাটের এমন ভীড় দেখে ভয় পেয়ে গেছি। আনসার বাহিনীর সদস্যরা আমাকে হাত ধরে সহি সালামতে লঞ্চে উঠিয়ে দিয়েছে। না হলে আমি হয়ত লঞ্চেই উঠতে পারতাম না।
আনসার ও ভিডিপি রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান রাশেদ জানান, ঈদে ঘরে ফেরা মানুষ তাদের ঈদ উদযাপন শেষে নিবিঘ্নে যাহাতে দৌলতদিয়া ফেরিঘাট পারাপার হতে পারে সে জন্য রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপির ৪৫ জন সদস্য নিয়োজিত রয়েছে। নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস এর সাথে সম্পৃক্ত হয়ে ঘাটের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বয়স্ক ও অসুস্থ্য যাত্রীদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা করছে। বিশেষ করে মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য লঞ্চে উঠার পূর্বে যাত্রীদের জীবাণুমুক্ত পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করছে। পাশাপাশি কোন লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বহন করে, বিপদের সম্মুখীন না হয় সেদিকে তারা সজাগ দৃষ্টি রেখে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।