০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত, দৌলতদিয়া-রাজবাড়ী ট্রেন চলাচল বন্ধ

জীবন চক্রবর্তীঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে আরো ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে করে পানি বর্তমানে বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দৌলতদিয়ার ৩ ও ৬ নম্বর ফেরি ঘাটের সংযোগ সড়কটি পানির নিচে তলিয়ে গেছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ-দৌলতদিয়া ঘাটগামী রেললাইন তলিয়ে গেছে। এর আগে ২১ জুলাই থেকে রাজবাড়ীর সাথে গোয়ালন্দ ঘাটগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। করোনাকালীন সময়ে প্রতিদিন দুপুরে রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেন গোয়ালন্দ ঘাটে আসতো। যাত্রী নিয়ে বেলা তিনটার দিকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যেত।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রোববার সকালে গোয়ালন্দ বাজার থেকে উজানচর জিসি দৌলতদিয়া ক্যানাল ঘাট পাকা সড়কের বিভিন্ন স্থান তলিয়ে গেছে। পানির ভিতর দিয়েই যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। এছাড়া উপজেলার উজানচর, দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

রোববার বিকেলে দেবগ্রামের দুর্গম অঞ্চল বেতকা এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল-মামুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ ঘাট স্টেশন মাস্টার মোঃ আব্দুল জলিল বলেন,”করোনাকালীন লকডাউনে সকল প্রকার ট্রেন চলাচল দীর্ঘদিন বন্ধ ছিল। পরে লকডাউন খুলে দিলে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র মধুমতি এক্সপ্রেস চলাচল করত। কিন্তু বন্যার পানি বৃদ্ধির কারণে ২১ জুলাই থেকেেএটাও সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা শেষে রাস্তা ভালোভাবে সংস্কার করার পর পূর্বের ন্যায় যথারীতি ট্রেন চলবে।

ইউএনও আমিনুল ইসলাম বলেন, বন্যাদুর্গত এলাকায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও শুকনা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে ত্রান সহযোগিতা অব্যাহত রেখেছি। সরকারের বরাদ্দ পর্যাপ্ত রয়েছে। কোথাও কোন ঘাটতি নেই। প্রয়োজনে আরো বরাদ্দ চাওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত, দৌলতদিয়া-রাজবাড়ী ট্রেন চলাচল বন্ধ

পোস্ট হয়েছেঃ ১১:৪৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

জীবন চক্রবর্তীঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে আরো ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে করে পানি বর্তমানে বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দৌলতদিয়ার ৩ ও ৬ নম্বর ফেরি ঘাটের সংযোগ সড়কটি পানির নিচে তলিয়ে গেছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ-দৌলতদিয়া ঘাটগামী রেললাইন তলিয়ে গেছে। এর আগে ২১ জুলাই থেকে রাজবাড়ীর সাথে গোয়ালন্দ ঘাটগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। করোনাকালীন সময়ে প্রতিদিন দুপুরে রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেন গোয়ালন্দ ঘাটে আসতো। যাত্রী নিয়ে বেলা তিনটার দিকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যেত।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রোববার সকালে গোয়ালন্দ বাজার থেকে উজানচর জিসি দৌলতদিয়া ক্যানাল ঘাট পাকা সড়কের বিভিন্ন স্থান তলিয়ে গেছে। পানির ভিতর দিয়েই যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। এছাড়া উপজেলার উজানচর, দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

রোববার বিকেলে দেবগ্রামের দুর্গম অঞ্চল বেতকা এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল-মামুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ ঘাট স্টেশন মাস্টার মোঃ আব্দুল জলিল বলেন,”করোনাকালীন লকডাউনে সকল প্রকার ট্রেন চলাচল দীর্ঘদিন বন্ধ ছিল। পরে লকডাউন খুলে দিলে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র মধুমতি এক্সপ্রেস চলাচল করত। কিন্তু বন্যার পানি বৃদ্ধির কারণে ২১ জুলাই থেকেেএটাও সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা শেষে রাস্তা ভালোভাবে সংস্কার করার পর পূর্বের ন্যায় যথারীতি ট্রেন চলবে।

ইউএনও আমিনুল ইসলাম বলেন, বন্যাদুর্গত এলাকায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও শুকনা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে ত্রান সহযোগিতা অব্যাহত রেখেছি। সরকারের বরাদ্দ পর্যাপ্ত রয়েছে। কোথাও কোন ঘাটতি নেই। প্রয়োজনে আরো বরাদ্দ চাওয়া হবে।