মইন মৃধাঃ সনামধন্য মোটরবাইক প্রতিষ্ঠান ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর (YRC-F) এর পক্ষ থেকে ফরিদপুরের বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বন্যা দুর্গত অন্তত ৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার উপহার বিতরন করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) ফরিদপুরের সিএন্ডবি ঘাট সহ বেশ কয়েকটি বন্যাদুর্গত এলাকায় এক বেলার খাবার সহ চিড়া, মুড়ি, চিনি, টোস্ট বিস্কুট, খাবার স্যালাইন, মোমবাতি, লাইটার, সাবান, ফিটকিরি, প্লাস্টিক কন্টেইনার সহ শুকনো খাবার বিতরন করেন।
খাদ্য সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ উপকরণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন YRC ফরিদপুরের মডারেটর সোহানুর রহমান সোহান ও মহসিন প্রত্যয়। এ সময় তাদের সহযোগী হিসেবে ছিলেন YRC ফরিদপুরের নিবেদীত কর্মী সাজ্জাদ হোসেন, শাকিল মাহমুদ, অয়ন, দিদার, রাহাত, আমিন, রনি, আকাশ সহ YRC ফরিদপুরের এক ঝাক তরুন রাইডার। এসব সামগ্রী বিতরণে সার্বিকভাবে অর্থ দিয়ে সহযোগীতা করেন এসি আই মটরস, ইয়ামাহা ও জান্নাত মটরস।
এ ব্যাপারে এ সি আই মটরস এর মার্কেটিং অফিসার আশিকুল ইসলাম বলেন, বন্যার কারনে যারা ঘরবাড়ী ছেড়ে রাস্তায়, বাঁধে, ষ্কুল মাঠে আশ্রয় নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন তাদের কথা চিন্তা করে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর তাদের পাশে ছিলো, আছে থাকবে। তাছাড়া বাইকারদের কথা চিন্তা করে নিরাপত্তা ও সচেতন সহ নানাবিধ কল্যান মূলক কাজে আমরা সব সময় থাকি। ইনশাআল্লাহ্ সামনে যে কোন মহামারী দূর্যোগ সহ মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।