September 27, 2023, 3:34 am
শিরোনামঃ
রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গোয়ালন্দে একাদশে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় কলেজ ছাত্রলীগের হেল্প ডেস্ক রাজবাড়ীতে ভূমি অফিসের ঘুষ-দূর্নীতির প্রতিবাদে স্মারকলিপি পেশ রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গন রক্ষায় তিন শতাধিক মানুষের মানববন্ধন মহিলা ও কন্যা শিশুদের উন্নয়নে এমএমএস’র উদ্যোগে এ্যাডভোকেসি সভা  রাজবাড়ীতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ  রাজবাড়ীতে সরকারী বালিকা বিদ্যালয়ে পূনর্মীলনী উপলক্ষে সাংবাদিক সম্মেলন গোয়ালন্দে ৫ বছর পর হারানো মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ রাজবাড়ীর হাসপাতালগুলোতে ধারন ক্ষমতার চারগুন রোগী ভর্তি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন গোয়ালন্দের জাকির হোসেন

আবার বাড়ছে পানি, দৌলতদিয়ার ৩নম্বর ফেরিঘাট সড়ক পানির নিচে, দুর্ভোগ

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ২৫, ২০২০
  • 133 Time View
শেয়ার করুনঃ

রাজবাড়ীমেইল ডেস্কঃ তৃতীয় দফায় পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়ে পানি বিপৎসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট সংযোগ সড়ক তলিয়ে গেছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফেরি পারাপার ব্যাহত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড গোয়ালন্দ কার্যালয় জানায়, দুইদিন ধরে ফের পদ্মার পানি বাড়তে শুরু করেছে। শুক্রবার সকাল পর্যন্ত গোয়ালন্দ পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় আরো ৬সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিকেল পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

তৃতীয় দফা বৃদ্ধির কারণে গোয়ালন্দ উপজেলার নিম্নাঞ্চলসহ পৌরসভার অনেক স্থানে বন্যার পানি প্রবেশ করেছে। এতে নতুন এলাকা তলিয়ে গেছে। অনেক পরিবার প্রায় দুই সপ্তাহ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। গোয়ালন্দ পৌরসভার ২নম্বর ওয়ার্ড দেওয়ান পাড়া ও হানির ডাঙ্গা এলাকার অন্তত শতাধিক পরিবার এক সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে।

পৌরসভার দেওয়ান পাড়ার বাসিন্দা, কলেজ শিক্ষক সফিক মন্ডল বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দি রয়েছি। এলাকার অনেক দিন মজুর-রিক্সা চালকেরা রয়েছেন যাদের কাজ না করলে সংসার চলে না। এমন পরিবারগুলো মানবেতর ভাবে দিন পার করছেন। অথচ এখন পর্যন্ত এসব অসহায় মানুষ তেমন সহযোগিতা পায়নি।

প্রথম ও দ্বিতীয় ধাপ অতিক্রম করে পদ্মার পানি বাড়তে থাকায় শনিবার দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কটি তলিয়ে গেছে। সরেজমিন দেখা যায়, সড়কের কোথাও কোথাও হাঁটু সমান পানি হয়েছে। ওই পানির ভিতর দিয়ে ফেরিতে যাত্রী এবং সব ধরনের যানবাহন ওঠানামা করছে। এভাবে আরো পানি বাড়তে থাকলে অন্যান্য ঘাট সড়কও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দৌলতদিয়ার বন্যা কবলিত মানুষের জন্য শুক্রবার বিকেলে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধানমন্ত্রীর পাঠানো শুকনা খাবার প্যাকেট বিতরণ করেন। ২৫০ পরিবারের মাঝে খাবার বিতরণকালে সাংসদ কাজী কেরামত আলীর সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, দেবগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আতর আলী সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, বন্যা পূর্বাভাস কেন্দ্র আভাস দিয়েছে ১৯৯৮ সালের বন্যা অতিক্রম করতে পারে। বিশেষ করে মধ্য আগষ্টে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এমন হলে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকা তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বন্যায় তলিয়ে গেলে সাধারণত ভাঙন থাকেনা। সেপ্টেম্বরে পানি দ্রুত নেমে যাওয়ার সময় ভাঙন হতে পারে। এজন্য পাউবোর সকল প্রস্তুতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102