
মোজাম্মেল হকঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ মাছ। সোমবার রাতে দৌলতদিয়া ঘাটের অদূরে চর কর্নেশন এলাকায় জয়নাল হালদারের জালে বড় এই পাঙ্গাশ মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাট বাজারে নিলামে শরিক হয়ে চান্দু মোল্লা নামের ব্যবসায়ী মাছটি কিনে নেন।
জেলে জয়নাল হালদার জানান, বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কারনে গত কয়েক দিন তেমন মাছ ধরা পড়ছিল না। সোমবার দিবাগত রাতে তিনি সঙ্গীদের সাথে নিয়ে নদীতে জাল ফেলেন। রাত শেষে মঙ্গলবার ভোরের দিকে পদ্মা নদীর ভাটিতে চর কর্নেশন এলাকায় জাল ফেললে পাঙ্গাশ মাছটি ধরা পড়ে। সাথে কয়েকটি ছোট মাছও জালে আটকা পড়ে। এতবড় পাঙ্গাশ মাছ কয়েক বছরের মধ্যে আমার জালে ধরা পড়ে নাই। মাছটি ধরা পড়ায় আমার নৌকার জেলেরা ভিশন খুশি। মাছটি পেয়ে তাজা অবস্থায় দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসি। সেখান থেকে দুলাল মন্ডলের আড়তে নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ১২০০ টাকা ধরে মোট ৩০ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেয়। বর্ষা মৌসুমে এ বছরে এতবড় পাঙ্গাশ মাছ জয়নাল হালদারের জালে প্রথম ধরা পড়েছে।
দৌলতদিয়া ঘাট মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, প্রতি কেজি পাঙ্গাশ ১২০০ টাকা ধরে মোট ত্রিশ হাজার দুইশ টাকা দিয়ে মাছটি আড়ত থেকে নিলামে কিনেছি। এখন কেজি প্রতি ৫০/১০০ টাকা লাভ থাকলে বিক্রি করে দিবো। মাছটি তাজা রাখার জন্য দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রেখেছি। সৌখিন মাছ ক্রেতাদের আকৃষ্ট করতে মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দিয়েছি। তবে খুলনার এক ব্যবসায়ী মাছটি কেনার জন্য ফোন দিয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, মিঠা পানির সুস্বাদু ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের পাঙ্গাশ মাছ খুব কম ধরা পড়ে। আসলে অস্বাভাবিকভাবে এসব মাছ হারিয়ে যাচ্ছে। হারানো প্রজাতির নদীর পাঙ্গাশ মাছের জন্য পদ্মা নদীতে অভয়াশ্রম করেলে আগামী প্রজম্মের জন্য মাছ গুলো ধরে রাখা যেত।