১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ীর পদ্মায় ১ সে.মি পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

ইমরান হোসেনঃ প্রতিদিন পানি বৃদ্ধির কারনে দুর্ভোগ কমছেনা পদ্মার দুর্গম চরাঞ্চলে বসবাসরত বানভাসী মানুষের। জেলা সদর থেকে বিচ্ছিন্ন ১৫ কিলোমিটার দুরে অবস্থিত দুর্গম বানভাসী চরাঞ্চলের মানুষগুলো প্রায় এক মাস ধরে এমন দুর্ভোগ ও সমস্যার মধ্যে বসবাস করছেন। দিনের পর দিন পানি থাকায় স্থায়ী দুর্ভোগে পরেছেন নি¤œঞ্চলে বসবাস করা বানভাসিরা।

ঘরে নেই খাবার, বন্যার পানিতে বাসস্থান সহ সবকিছু তলিয়ে গেলেও এখানকার মানুষ এখন পর্যন্ত পানির সাথেই বসবাস করছেন। কষ্ট আর দুর্ভোগ তাদের নিত্য সঙ্গী হয়ে দাড়িয়েছে। ঘরের মধ্যে বাঁশের মাচা করে, নৌকায়, বাধে বিভিন্ন স্থানে থাকছেন বন্যার্ত এসব মানুষ। রয়েছে সাপের ভয়। শিশু, গবাদি পশুর খাদ্য ও থাকার স্থান ও বিশুদ্ধ খাবার পানি নিয়ে পরেছেন সবচেয়ে বেশি সমস্যায়। জীবন বাচাতে জীবিকার কোন সন্ধান নেই। যারা দিনমজুর কাজ না থাকায় কষ্টে চলছে তাদের পরিবার। অনেকে পাননি সরকারী সহযোগীতা। দু’দফায় বন্যার পানিতে ফসল তলিয়ে তারা আরো বেশি সমস্যয় পরেছেন নি¤œাঞ্চলে বসবারত বানভাসী মানুষ।

রাজবাড়ীতে মঙ্গলবার পদ্মার পানি ১ সে.মি কমে বিপৎসীমার ১০৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই বাড়ছে নি¤œাঞ্চলে মানুষের দুর্ভোগ। জেলা সদর, গোয়ালন্দ, কালুখালী এবং পাংশা উপজেলার মিজানপুর, বরাট খানগঞ্জ, চন্দনী, দেবগ্রাম, দৌলতদিয়া, ছোটভাকলা, রতনদিয়া, কালিকাপুর, হাবাসপুর ও বাহাদুরপুর ১২টি ইউনিয়নের প্রায় ৪০ গ্রামের অর্ধলক্ষ মানুষ বন্যায় প্লাবিত ও পানিবন্ধি। এসব এলাকায় দেখা যায়, গ্রামগুলো এখন বানের পানিতে ভাসছে। এখানে বসবাসরত মানুষ কোন রকমে দিন যাপন করছে খেয়ে না খেয়ে। ঘরে নেই খাবার, নেই রান্না করার চুলা, ফসলী মাঠ ভাসছে এখন বানের পানিতে। নষ্ট হচ্ছে ঘর বাড়ি, ধান, পাট সবজি সহ সব ধরনের ফসল। সবদিক থেকে চরাঞ্চলের এসব মানুষ এখন নিঃস্ব জীবন যাপন করছে। এসব মানুষদের দেখতে আসেনি জনপ্রতিনিধি ও প্রশাসনের কেউ, বলেন এখানকার বাসিন্দারা।

গত ২৪ ঘন্টায় পদ্মায় পানির ১ সে.মি কমেছে। সোমবার পদ্মার পানি বিপৎসীমার ১০৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার ১ সে.মি কমে বিপৎসীমার ১০৫ সে.মি ওপরদিয়ে প্রবাহিত হচ্ছে। অতি বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারনে পদ্মার পানি বেড়ে নি¤œাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আর এতে দুর্ভোগে পরেছেন দুর্গম চরাঞ্চলের বানভাসী মানু।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

রাজবাড়ীর পদ্মায় ১ সে.মি পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

পোস্ট হয়েছেঃ ১১:১৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

ইমরান হোসেনঃ প্রতিদিন পানি বৃদ্ধির কারনে দুর্ভোগ কমছেনা পদ্মার দুর্গম চরাঞ্চলে বসবাসরত বানভাসী মানুষের। জেলা সদর থেকে বিচ্ছিন্ন ১৫ কিলোমিটার দুরে অবস্থিত দুর্গম বানভাসী চরাঞ্চলের মানুষগুলো প্রায় এক মাস ধরে এমন দুর্ভোগ ও সমস্যার মধ্যে বসবাস করছেন। দিনের পর দিন পানি থাকায় স্থায়ী দুর্ভোগে পরেছেন নি¤œঞ্চলে বসবাস করা বানভাসিরা।

ঘরে নেই খাবার, বন্যার পানিতে বাসস্থান সহ সবকিছু তলিয়ে গেলেও এখানকার মানুষ এখন পর্যন্ত পানির সাথেই বসবাস করছেন। কষ্ট আর দুর্ভোগ তাদের নিত্য সঙ্গী হয়ে দাড়িয়েছে। ঘরের মধ্যে বাঁশের মাচা করে, নৌকায়, বাধে বিভিন্ন স্থানে থাকছেন বন্যার্ত এসব মানুষ। রয়েছে সাপের ভয়। শিশু, গবাদি পশুর খাদ্য ও থাকার স্থান ও বিশুদ্ধ খাবার পানি নিয়ে পরেছেন সবচেয়ে বেশি সমস্যায়। জীবন বাচাতে জীবিকার কোন সন্ধান নেই। যারা দিনমজুর কাজ না থাকায় কষ্টে চলছে তাদের পরিবার। অনেকে পাননি সরকারী সহযোগীতা। দু’দফায় বন্যার পানিতে ফসল তলিয়ে তারা আরো বেশি সমস্যয় পরেছেন নি¤œাঞ্চলে বসবারত বানভাসী মানুষ।

রাজবাড়ীতে মঙ্গলবার পদ্মার পানি ১ সে.মি কমে বিপৎসীমার ১০৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই বাড়ছে নি¤œাঞ্চলে মানুষের দুর্ভোগ। জেলা সদর, গোয়ালন্দ, কালুখালী এবং পাংশা উপজেলার মিজানপুর, বরাট খানগঞ্জ, চন্দনী, দেবগ্রাম, দৌলতদিয়া, ছোটভাকলা, রতনদিয়া, কালিকাপুর, হাবাসপুর ও বাহাদুরপুর ১২টি ইউনিয়নের প্রায় ৪০ গ্রামের অর্ধলক্ষ মানুষ বন্যায় প্লাবিত ও পানিবন্ধি। এসব এলাকায় দেখা যায়, গ্রামগুলো এখন বানের পানিতে ভাসছে। এখানে বসবাসরত মানুষ কোন রকমে দিন যাপন করছে খেয়ে না খেয়ে। ঘরে নেই খাবার, নেই রান্না করার চুলা, ফসলী মাঠ ভাসছে এখন বানের পানিতে। নষ্ট হচ্ছে ঘর বাড়ি, ধান, পাট সবজি সহ সব ধরনের ফসল। সবদিক থেকে চরাঞ্চলের এসব মানুষ এখন নিঃস্ব জীবন যাপন করছে। এসব মানুষদের দেখতে আসেনি জনপ্রতিনিধি ও প্রশাসনের কেউ, বলেন এখানকার বাসিন্দারা।

গত ২৪ ঘন্টায় পদ্মায় পানির ১ সে.মি কমেছে। সোমবার পদ্মার পানি বিপৎসীমার ১০৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার ১ সে.মি কমে বিপৎসীমার ১০৫ সে.মি ওপরদিয়ে প্রবাহিত হচ্ছে। অতি বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারনে পদ্মার পানি বেড়ে নি¤œাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আর এতে দুর্ভোগে পরেছেন দুর্গম চরাঞ্চলের বানভাসী মানু।