September 23, 2023, 7:46 pm
শিরোনামঃ
রাজবাড়ীর হাসপাতালগুলোতে ধারন ক্ষমতার চারগুন রোগী ভর্তি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন গোয়ালন্দের জাকির হোসেন দৌলতদিয়ায় জ্ঞানের আলো সমাজ কল্যাণ এর উদ্যোগে তালের চারা রোপন  গোয়ালন্দে ১৪ মামলার আসামী, মাদক কারবারী ও জুয়াড়িসহ গ্রেপ্তার ১১ গোয়ালন্দে পদ্মা নদীর ২০ কেজি ওজনের এক কাতল ৩৮ হাজারে বিক্রি জেলার সেরা প্রধান শিক্ষক হলেন গোয়ালন্দ বন্ধুসভার মুঞ্জুয়ারা কাদরী রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুব মহিলা লীগ নেত্রী রুমানার মৃত্যু গোয়ালন্দে হেরোইনসহ ৭ মাদক মামলার আসামী নারী গ্রেপ্তার গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন সৌদি প্রবাসী খানখানাপুরে ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গোয়ালন্দ ফুটবল একাডেমী

রাজবাড়ীতে কিন্ডারগার্টেন শিক্ষকদের চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৯, ২০২০
  • 297 Time View
শেয়ার করুনঃ
জীবন চক্রবর্তীঃ চার দফা দাবী আদায়ের লক্ষে রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে রোববার রাজবাড়ী প্রেসক্লাবের সামনে কিন্ডারগার্টেনের শিক্ষকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে জেলার পাঁচটি উপজেলার ১৫০টি কিন্ডারগার্টেন অংশ গ্রহণ করেন।
রোববার বেলা এগারটা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ১৫০টি কিন্ডারগার্টেনের প্রায় আটশ শিক্ষক অংশগ্রহন করেন। রাজবাড়ী প্রেসক্লাব থেকে শুরু করে মানববন্ধনের বিস্তার জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিস্তৃত লাভ করে। ভয়াবহ করোনার দুর্যোগে মানবেতর জীবনযাপন থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর নিকট আর্থিক সহায়তা সমন্বিত শিক্ষকগণ চারটি দাবি পেশ করেন। শিক্ষক-কর্মচারীদের সরকারি রেশন কার্ডের ব্যবস্থা করা। কিন্ডারগার্টেনের শিক্ষকদের সহজ শর্তে ঋণ দেওয়া। কিন্ডারগার্ডেনের শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান ও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
বর্তমানে করোনা পরিস্থিতির কারনে গত ১৭ মার্চ থেকে দেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে। অন্যান্য সব প্রতিষ্ঠান খুলে দিলেও স্কুল কলেজ খোলেনি। এমন পরিস্তিতিতে দেশের অনেক কিন্ডারগার্টেন ঝড়ে পড়ার পথে। কিন্ডারগার্টেনের অনেক শিক্ষক এই সময়ে পেটের দায়ে মান-সম্মান কে জলাঞ্জলি দিয়ে বিভিন্ন ধরনের কাজে নেমে পড়েছেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আঃ জব্বার। এসময় তিনি এ সকল শিক্ষকদের মানবেতর জীবনের কথা তুলে ধরে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও অবসরপ্রাপ্ত পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মো. আব্দুল সাত্তার মিয়া, এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, গোয়ালন্দের দেওয়ান রহমতুল্লাহ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রব সহ জেলার অন্যান্য উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে শিক্ষকগণ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102