পড়েছেনঃ ১৯১
মইন মৃধাঃ রাজবাড়ী জেলার পদ্মা নদীতে গত বুধবার পৃথকভাবে অভিযান চালিয়ে রাতে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীর দুই সদস্য সহ, দুইটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দল।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কাবিলপুর গ্রামের লোকমান শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৪) ও বরাট ইউনিয়নের ভবদিয়ার গোপালবাড়ী গ্রামের সুলাল রাজভরের ছেলে বিকাশ রাজভর (২৮)।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ বলেন, রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনের নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ । তারা পদ্মা নদীর জৌকুড়া এলাকা থেকে প্রথমে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে নিজ বাড়ীর বসত ঘর থেকে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে।
তিনি আরো বলেন, একই নদী থেকে বিকাশ রাজ ভরকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে জেলা শহরের ফুলতলা সংলগ্ন রেলওয়ের একটা ভাড়া বাসার বসত ঘর থেকে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উভয় ঘটনায় রাজবাড়ী সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিরা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লালপতাকার সদস্য। তারা পদ্মা নদীতে বালু বোঝাই ট্রালারে সহ অন্যন্যা নৌযানে চাঁদাবাজি করত। চাঁদা না দিলে মারপিট করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।