
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পরকীয়া সন্দেহে প্রতিবেশী পল্লী শিল্পী শাহিন খানকে (৪০) পিটিয়ে গুরুতর আহত করার ১১দিন পর রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান। শাহিন উপজেলার উত্তর দৌলতদিয়া ছিদ্দিক কাজী পাড়ার মৃত রহমত খার ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিন বাপ ও ছেলেকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠালে গ্রেপ্তারকৃত একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো একই গ্রামের শাহিন খার প্রতিবেশী জামাল মোল্লা (৫৫), তাঁর দুই ছেলে আমানত মোল্লা (২০) ও শামীম মোল্লা (১৮)। গত রোববার সন্ধ্যায় ি বাড়ি থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এর আগে ওই দিন দুপুরে শাহিন খানের মামা সোবাহান মোল্লা বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনকে অভিযুক্ত করে মারধর করে গুরুতর জখমের অভিযোগে মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তিন বাপ ও বেটাকে সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়। এরমধ্যে জামাল মোল্লার বড় ছেলে আমানত মোল্লা বিকেলে গোয়ালন্দের আমলি আদালতের বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাতে তিনি ঘটনার দিন (২৯ জুন) রাতে তার বোনকে উত্ত্যক্ত করার অভিযোগে শাহিন খানকে ডেকে নিয়ে বাড়ির পাশে ১নম্বর ফেরিঘাট সড়কের পাশে ফেলে মারধর করে গুরুতর আহত করা হয়।
নিহত শাহিনের স্ত্রী শহিতন নেছা বলেন, তাঁর স্বামী গ্রামসহ দূর-দুরান্তে ঘুরে ঘুরে গাজীর গান গেয়ে বেড়ায়। ২৯ জুন সন্ধ্যায় গাজীর গান গাইতে রাজবাড়ী যান। গভীররাতে বাড়ি ফিরলে প্রতিবেশী জামাল মোল্লাসহ দুই ছেলে মিলে তাকে ধরে ১নং ফেরি ঘাট সড়কের উল্টো পাশে জোমসের মোল্লার ঘরের পাশে নিয়ে মারধর করে। ঘরের পাকা দেয়ালে তার মাথা বার বার আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে সুস্থ্য করলেও ধীরে ধীরে সে বেশি অসুস্থ্য হয়ে পড়লে ২ জুলাই গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ১০ জুলাই ঢাকার ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৯টার দিকে মারা যান। গতকাল সোমবার বিকেলের দিকে লাশ বাড়িতে ফিরে আসে।
স্থানীয় লোকজন জানায়, শাহিন খানের সাথে প্রতিবেশী জামাল মোল্লার মেয়ের সাথে পরকিয়া চলছিল। ওই সন্দেহে ঘটনার দিন রাতে মদ খেয়ে প্রতিবেশী জামালর মেয়েকে ডাকতে থাকেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে নিয়ে মারধর করে।