
জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুরঃ কৃষকরা যাতে তাদের উৎপাদিত শাকসবজি, ফলমূল এবং মশলা জাতীয় পণ্য পাইকার-মহাজন মধ্যস্বত্ত্বভোগী ছাড়াই নিজেরা বাজারজাত করে ন্যায্যমূল্যে পান তা নিশ্চিত করতে ফরিদপুরে কৃষক বাজারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের ব্রহ্মসমাজ সড়কে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে কৃষক বাজারের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আশুতোশ কুমার বিশ্বাস, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, ক্যাব ফরিদপুরের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা প্রমুখ। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও পৌরসভার সহযোগীতায় জেলা কৃষি বিপনন অধিদপ্তরের এই বাজারের আয়োজন করে।
আয়োজকরা জানান, স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার দুইদিন সকাল ৭টায় বাজার বসবে। ভোক্তরা এখান থেকে সাশ্রয়ী মুল্যে টাটকা, সতেজ ও নিরাপদ কৃষিজ পণ্য কিনতে পারবে।